ইনস্যুরেন্স প্ল্যান করার আগে সাবধান! ক্ষতির হাত থেকে বাঁচাতে নতুন নিয়ম আনল IRDAI

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের সবথেকে বড় বিমা (Insurance) নিয়ামক সংস্থা হল আর ডি আই (IRDAI)। এবার এই সংস্থার তরফ থেকেই দেশের বীমা কারীদের জন্য আনা হচ্ছে এক বিরাট উপহার। বীমাকারীরা কোন বীমা করানোর আগে যাতে সংস্থাগুলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের (Advertisement) দ্বারা প্রভাবিত না হন তার জন্যই এবার এক বড় পদক্ষেপ নিয়েছে এই বিমা নিয়ামক সংস্থা আরডিআই।

সম্প্রতি আরডিআই এর তরফে একটি নির্দেশিকা জারি করে করা হয়েছে। অধিকাংশ মানুষই ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিংবা বিনিয়োগের কথা মাথায় রেখেও জীবন বিমায় টাকা রাখতে শুরু করেন। বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে আজকাল ইউনিট লিংক ইন্সুরেন্স প্লানের এবং ইনডেক্স লিংক প্লানের বিনিয়োগ হিসাবে তুলে ধরা হচ্ছে। এই রীতিতে এবার ইতি টানা হচ্ছে।

গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে আরডিআই-র তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে গ্রাহকদের সামনে ‘ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান’ এবং ইন্ডেক্স লিঙ্কড প্ল্যানকে ‘বিনিয়োগ’ হিসেবে তুলে ধরা যাবে না। মূলত বিভ্রান্তি দূর করতেই এই নিয়মে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে  নিয়ম আরও স্পষ্ট ভাবে কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: নতুন ট্রেন ও বাস, থেকে বাংলাদেশে চালু হবে UPI! ভারত সফরে এসে ঝুলি ভরল শেখ হাসিনার

এছাড়াও আইআরডিএআই স্পষ্ট জানিয়েছে, ‘ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান’ এবং ইন্ডেক্স লিঙ্কড প্ল্যানের বিজ্ঞাপনের ক্ষেত্রে গত পাঁচ বছরের কম্পাউন্ড বার্ষিক রিটার্নের হিসেব দেখতে হবে। পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে জানাতে হবে আগের পার্ফর্ম্যান্সের সঙ্গে ভবিষ্যতের কোনও যোগ নেই। কারণ, আগে ভালো রিটার্ন দিয়েছে বলে পরেও যে এই প্ল্যানে ভালো রিটার্ন পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই।

IRDIA

এছাড়া এই  নির্দেশিকায়  আরও স্পষ্ট করে বলা হয়েছে, ‘ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান’ এবং ইন্ডেক্স লিঙ্কড প্ল্যানের বিজ্ঞাপন দিলে সেক্ষেত্রে ‘সুবিধা’ বা লাভের বিষয়ে অতিরিক্ত কিছু বলা যাবে না। শুধু তাই নয় অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য নিজেদের প্ল্যানের তুলনা টেনে গ্রাহকদের প্রভাবিত করা যাবে না। এদিকে ‘ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান’ এবং ইন্ডেক্স লিঙ্কড প্ল্যানের বিজ্ঞাপনের ক্ষেত্রেও যাতে এই সব নতুন নিয়ম কার্যকর করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি  একজন করে কম্প্লায়েন্স অফিসার নিয়োগ করারও  নির্দেশ দেওয়া হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর