৯২৬০০০০০ টাকা বেতন গৌতম আদানির! আম্বানি-মিত্তাল পান কত? জানলে উড়বে হুঁশ

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)-কে তো আমরা সকলেই চিনি। কিন্তু, আপনি কি জানেন গৌতম আদানি কত বেতন পান? আসলে অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এইরকমই কিছু চমকপ্রদ তথ্যের প্রসঙ্গ উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, গৌতম আদানি গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে মোট বেতন হিসেবে ৯.২৬ কোটি টাকা পেয়েছেন। যদিও, এই বেতনের পরিমাণ অন্যান্য ধনকুবেরদের তুলনায় অনেকটাই কম।

আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০ টি কোম্পানির বার্ষিক রিপোর্টে দেখা গিয়েছে যে, ৬১ বছর বয়সী আদানি বন্দর-থেকে-শক্তি সেক্টরে কাজ করা মাত্র ২ টি ফার্ম থেকে বেতন নিয়েছিল। তিনি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL) থেকে ২০২৩-২৪ সালে বেতন হিসাবে ২.১৯ কোটি টাকা এবং ১৭ লক্ষ টাকা সুবিধা সহ অন্যান্য ভাতা পেয়েছিলেন।

What is the salary of Mukesh Ambani and Sunil Mittal.

AEL-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, আদানির মোট বেতন ছিল ২.৪৬ কোটি টাকা। যা আগের অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ থেকে ৩ শতাংশ বেশি। এর বাইরে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড (APSEZ) থেকে ৬.৮ কোটি টাকা বেতন পেয়েছেন আদানি।

আরও পড়ুন: ISRO-র হ্যাটট্রিক! তৃতীয়বার “পুষ্পক বিমান”-এর সফল অবতরণ, ইতিহাস সৃষ্টি ভারতের

অন্যদের তুলনায় আদানির বেতন খুবই কম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আদানির বেতন ভারতের প্রায় সব বড় পরিবারের মালিকানাধীন গ্রুপের প্রধানদের চেয়ে কম। উল্লেখ্য যে, দেশের সবচেয়ে ধনী ভারতীয় মুকেশ আম্বানি কোভিড-১৯ এর পর থেকে কোনো বেতন নিচ্ছেন না। এদিকে, করোনার আগে তাঁর বেতন বার্ষিক ১৫ কোটি টাকায় সীমাবদ্ধ ছিল। অপরদিকে, আদানির বেতন টেলিকম জায়ান্ট সুনীল ভারতী মিত্তল (২০২২-২৩ সালে ১৬.৭ কোটি টাকা), রাজীব বাজাজ (৫৩.৭ কোটি টাকা), পবন মুঞ্জাল (৮০ কোটি টাকা), এলএন্ডটি চেয়ারম্যান এসএন সুব্রামানিয়ান এবং ইনফোসিসের সিইও সলিল এস পারেখের চেয়ে অনেকটাই কম।

আরও পড়ুন: সুপার এইটে বদলে গেল সমীকরণ, চাপ বাড়ল ভারতের! এভাবে সেমিতে যেতে পারবে বাংলাদেশ

“‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স” অনুসারে জানা গিয়েছে, আদানির মোট সম্পদ ১০৬ বিলিয়ন ডলার। তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার জন্য আম্বানির সঙ্গে প্রতিযোগিতা করছেন। ২০২২ সালে, তিনি এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হন। কিন্তু, আমেরিকান শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর তাঁর সম্পদে বিপুল পতন ঘটে। তবে, এখন আবার গৌতম আদানি বিশ্বের শ্রেষ্ঠ ধনুকবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর