বিনা টিকিটের যাত্রী ধরেই লক্ষ্মীলাভ! শিয়ালদা ডিভিশনে ১০ দিনের চেকিং ড্রাইভ, চমকে দেবে পূর্ব রেলের আয়

বাংলা হান্ট ডেস্ক: কাছের হোক কিংবা দূরে যে কোন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের অত্যন্ত ভরসাযোগ্য একটি গণপরিবহন মাধ্যম।দূরপাল্লার  ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন সফল করার সময় উভয় ক্ষেত্রেই টিকিট কাটা আবশ্যক। বিনা টিকিটে (Without Ticket) ট্রেনে সফর করা আইনত অপরাধ।

যার ফলে বিনা টিকিটে হাতেনাতে ধরা পড়লে রেলের  নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে সফর  করেন তার জন্য বারবার সুযোগ দিচ্ছে পূর্ব রেল (Eastern railways) কর্তৃপক্ষ। যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে সফর করেন তার জন্য মাঝেমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে চালানো হচ্ছে টেস্ট ড্রাইভ টিকিট চেকিং (Ticket Checking)।

প্রত্যেক যাত্রী যাতে সঠিক মূল্যের টিকিট কাটেন এবং ভারতীয় রেলে সফরের যাবতীয় নিয়মাবলী মেনে চলেন সেই উদ্দেশ্য নিয়েই এই ড্রাইভের আয়োজন করে থাকে পূর্ব রেল। সম্প্রতি তেমনই পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে বড়সড় একটি টিকিট চেকিং ড্রাইভ চালান হয়েছে। এই অভিযান সম্পর্কে একটি  প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে মোট ৭,৬৮০টি পেনাল্টি কেস চিহ্নিত করা হয়েছে, এবং সেক্ষেত্রে জরিমানার অঙ্ক ২৪ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা।

শুধু তাই নয়, জানা যাচ্ছে বেশকিছু আনবুক লাগেজের মামলাও শনাক্ত করা হয়েছে। এক্ষত্রে মোট ৩,২৬১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা বাবদ প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার ৩৪০ টাকা আদায় করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর সামগ্রিকভাবে এই টিকিট চেকিং ড্রাইভ থেকে মোট ১০,৯৪১টি মামলা শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ইনস্যুরেন্স প্ল্যান করার আগে সাবধান! ক্ষতির হাত থেকে বাঁচাতে নতুন নিয়ম আনল IRDAI

যা থেকে মোট ৩০ লাখ ৩১ হাজার ৮০ টাকা আদায় করা হয়েছে। এই ১০ দিন মূলত রানাঘাট, দমদম জংশন, বালিগঞ্জ জংশন, দমদম ক্যান্টনমেন্ট, শান্তিপুর, শিয়ালদা, ব্যারাকপুর, বারাসত জংশন ও নৈহাটি জংশনেই এই অভিযান চালানো হয়েছিল। প্রসঙ্গত, বিগত বেশকিছু ধরেই পূর্ব রেলের তরফে যাত্রীদের টিকিট কেটে যাতায়াত করার জন্য সচেতন করা হচ্ছে।

Sealdah

এমনকী কিছুদিন আগেই  এক ভিডিয়ো বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা দিয়ে জানিয়েছিলেন যে কোনও দিন, যে কোনও সময়, যে কোনও স্টেশনে টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ হতে পারে। আর বিনা টিকিটে ধরা পড়লে তা  যাত্রীদের পক্ষে কোনওভাবেই সম্মানজনক হবে না। এছাড়া তিনি বলেছিলেন শুধু বড় বড় স্টেশনই নয়, ছোটখাটো স্টেশনেও যে কোনও সময় টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ চালানো হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর