লোকসভার পর বাংলায় ফের চলছে ভোট! ২ আসনে প্রার্থীই দিতে পারল না তৃণমূল, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন মিটতেই রাজ্য ফের ভোটের দামামা। জুলাই মাসে বাংলার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। তবে তার মাঝে আরও একটি ভোট চলছে। ১২টি আসনের ভোট চলছে এখন। তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রত্যেকটি আসনে প্রার্থীই দিতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ১২টি আসনে নির্বাচন হচ্ছে। এই প্রথম পরিচালন সমিতির ভোট হচ্ছে এখানে। এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১৯৬৩ সালে স্থাপিত হয়েছিল। তবে এতদিন অবধি পরিচালন সমিতি ‘ইলেকশন’ (Election) নয়, ‘সিলেকশনে’র মাধ্যমে তৈরি হতো। তিন বছরের জন্য তা গঠিত হতো।

তবে ২০১১ সালের পর সেই মেয়াদ বাড়ে। তখন থেকে সিলেকশন কমিটি তিনের পরিবর্তে পাঁচ বছরের জন্য কাজ করা শুরু করে। তবে এই প্রথম পরিচালন সমিতির ভোট হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার দ্বারা উক্ত সোমবার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক সমিতি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুনঃ লোক আদালতে এক দিনে নিষ্পত্তি রেকর্ড সংখ্যক মামলার, কত জানেন? শুনলে চমকে যাবেন!

নন্দীগ্রামের এই সমবায় নির্বাচনেই পুরো প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। ১২টি আসনের মধ্যে ১২টিতেই প্রার্থী দিয়েছে BJP, বামেরা ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং TMC ১২টি আসনে মনোনয়ন জমা করা হয়েছে। সমিতির আমানতকারীরা রবিবার এই ২৫ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবে।

এদিন সকাল থেকেই সম্পূর্ণ এলাকায় সাজো সাজো রব চোখে পড়ছে। সকাল থেকে বিজেপি, বামেদের ক্যাম্প অফিসে কর্মীদের ভিড়। তবে TMC-র ক্যাম্পে তেমন কিছু চোখে পড়েনি। সেই সঙ্গেই ভোট ঘিরে ভালোরকমের পুলিশি তৎপরতাও দেখা গিয়েছে। ভোট ঘিরে যাতে কোনও প্রকার গণ্ডগোল না হয়, সেই সময় পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

Election in Nandigram

উল্লেখ্য, প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট গত ২১ জানুয়ারি হওয়ার কথা ছিল। পরবর্তীকালে হাই কোর্টের নির্দেশে ভোট পিছিয়ে ২৫ মে করা হয়। তবে পুলিশের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ফোর্স না দিতে পারায় ফের পিছিয়ে যায় ভোট। অবশেষে সেই নির্বাচন আজ হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর