বাংলা হান্ট ডেস্ক: যখনই কোনো বড় রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী (PM) কিংবা ভিআইপিদের (VIP) গাড়ি যায় তখনই চারদিকে একেবারে সাজো সাজো রব ওঠে। জঞ্জালে ভরা রাস্তা-নিমেষে হয়ে ওঠে চকচকে। তাই এবার হাইকোর্টের (Hihcourt) প্রশ্ন প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের জন্য যদি একদিনের জন্য রাস্তা পরিষ্কার করা যায় তাহলে প্রতিদিনের জন্য কেন তা করা যাবে না?
আদালতে সরাসরি এই প্রশ্ন তুলে ভর্ৎসনা করেছে বোম্বে হাইকোর্টের বিচারপতি এম এস সোনাক ও কমল খাতার ডিভিশন বেঞ্চ।পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তায় নিরাপদে হাঁটা জায়গা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। তাই এই বিষয়ে রাজ্য এবং প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সেই সাথে এদিন বোম্বে হাইকোর্ট বেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বারবার ফুটপাতের অবৈধ হকারদের সমস্যার সমাধান নিয়ে রাজ্য চিন্তা ভাবনা করে ঠিকই কিন্তু এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রসঙ্গত গত বছর বম্বে হাইকোর্ট সদাপ্রধান প্রণোদিত হয়ে শহরের অবৈধ হকারদের সমস্যা নিয়ে তদন্ত শুরু করেছিল যা নিয়ে সোমবার বেঞ্চ জানিয়েছে সমস্যা হলেও রাজ্য ও অন্যান্য কর্তৃপক্ষ সহ পৌরসংস্থা এটি এড়িয়ে যেতে পারবে এবং তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাল্টে যাচ্ছে AC, ফ্রিজ, টিভির ওয়ারেন্টির নিয়ম! এবার আরও টাকা বাঁচবে ক্রেতাদের
এদিন বেঞ্চের তরফে স্পষ্ট বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বা কোনও ভিভিআইপি এলে রাস্তাগুলি পরিষ্কার করা হয়…এটি তখনই করা হয়। তবে সবার জন্য কেন তা করা যাবে না? নাগরিকরা করদাতা…তাদের পরিষ্কার ফুটপাত এবং নিরাপদ হাঁটার জায়গা প্রয়োজন। ফুটপাত এবং নিরাপদ হাঁটার জায়গা মৌলিক অধিকার। আমরা আমাদের সন্তানদের ফুটপাথে হাঁটতে বলি, কিন্তু হাঁটার মতো ফুটপাত না থাকলে, আমরা তাদের কী বলব?’
এছাড়াও এদিন আদালত কড়া ভাষায় নিন্দা করে বলেছে বহু বছর ধরে কর্তৃপক্ষ সমস্যার সমাধান করার কথা মুখে বললেও বাস্তবে তার চিহ্ন মিলছে না। তাই এপ্রসঙ্গে এদিন হাইকোর্ট বলেছে, ‘রাজ্যকে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষ চিরকাল খালি কী করতে হবে তা নিয়ে চিন্তাভাবনা করতে পারে না। যদি ইচ্ছা থাকে, তাহলে উপায়ও থাকবে।’