বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশে (India) পণ্য ও পরিষেবা কর তথা Goods and Services Tax (GST) বাস্তবায়নের ৭ বছর পূর্ণ হতে চলেছে। ২০১৭ সালের ১ জুলাই এই কর কার্যকর করা হয়। যেখানে ১৭ টি স্থানীয় কর ও ফি অন্তর্ভুক্ত ছিল। গত সাত বছরে যদি দেখা যায়, GST-র মাধ্যমে অনেক পণ্য ও পরিষেবার ওপর করের হার কমানোর ফলে একাধিক প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (Central Board of Indirect Taxes and Customs, CBIC) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, GST কার্যকর হওয়ার পরে আটা, প্রসাধনী, টেলিভিশন এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর একাধিক জিনিসপত্রের দাম কমে গেছে।
For us, reforms are a means to improve the lives of 140 crore Indians.
After the introduction of GST, goods for household use have become much cheaper.
This has resulted in significant savings for the poor and common man.
We are committed to continuing this journey of reforms… pic.twitter.com/dxh3BAYnHH
— Narendra Modi (@narendramodi) June 24, 2024
কি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী: এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার “X” মাধ্যমে জানিয়েছেন, ২০১৭ সালে পণ্য ও পরিষেবা কর (GST) কার্যকর হওয়ার পর থেকে গৃহস্থালীর পণ্য সস্তা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের জন্য সংস্কার হল ১৪০ কোটি ভারতীয়দের জীবন উন্নত করার একটি উপায়। GST কার্যকর হওয়ার পর গৃহস্থালির জিনিসপত্র অনেক সস্তা হয়ে গেছে। এর ফলে দরিদ্র ও সাধারণ মানুষের প্রচুর সঞ্চয় হয়েছে। আমরা জনগণের জীবন পরিবর্তনের জন্য সংস্কারের এই যাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: ৬ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছল ভারতের বৈদেশিক সোনার ভান্ডার, দেশে বাড়ল গোল্ড রিজার্ভ
এইসব পণ্যের ওপর করের বোঝা কমেছে: CBIC-র তথ্য অনুসারে, GST আসার আগে, আটা, দই, বাটার মিল্ক এবং মধুর ওপর কর ছিল যথাক্রমে ৩.৫ শতাংশ, ৪ শতাংশ এবং ৬ শতাংশ। যা এখন শূন্য হয়ে গেছে। এদিকে, প্রসাধনী এবং ডিটারজেন্টের ওপর ২৮ শতাংশ, তেল, সাবান এবং টুথপেস্টের ওপর ২৭ শতাংশ কর ধার্য করা হত। GST চালু হওয়ার পরে, এই পণ্যগুলিতে ১৮ শতাংশ কর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: গিল হলেন ক্যাপ্টেন! জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দলে বিরাট চমক, “এন্ট্রি” পাঁচ নতুন মুখের
আর কি কি সস্তা হয়েছে: GST লাগু হওয়ার আগে LPG চুল্লির ক্ষেত্রে ২১ শতাংশ কর ছিল। যা এখন ১৮ শতাংশে নেমে এসেছে। CBIC-এর তথ্যে জানা গেছে যে GST প্রয়োগের আগে, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ফ্যান, ওয়াটার কুলার এবং আসবাবপত্রের ওপর কর ছিল ৩১.৩ শতাংশ. যা এখন হল ১৮ শতাংশ। সম্প্রতি অনুষ্ঠিত GST পরিষদের বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, “আমি করদাতাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের উদ্দেশ্য হল GST করদাতাদের জীবন সহজ করা। সিস্টেমের জটিলতা কমাতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি।”