বাংলা হান্ট ডেস্ক: বর্ষা (Monsoon) এলেও কোথায় বৃষ্টি? মোটের ওপর কার্যত খটখটে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। হালকা বৃষ্টি হলেও তাতে চিঁড়ে ভিজছে না। আজও সেরম বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি এবার গতিও পেয়েছে। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি এখনই নয়।
দক্ষিণবঙ্গের সর্বত্র এখনও বর্ষা ঢোকেনি। যেখানে ঢুকেছে সেখানে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি হবে না কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রপাতের সম্ভাবনা বাড়বে।
ওদিকে মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা অধিক। জারি হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: দুর্নীতি ইস্যুর মাঝেই বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, কাদের খুলল কপাল?
উত্তরে বৃষ্টি চলছেই। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার এক-দুই জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা রয়েছে। বুধ ও বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকতে পারে।