বসিরহাটে আবার ভোট? হাজি নুরুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, হাই কোর্টে মামলা রেখার

বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা নির্বাচনে BJP-র অন্যতম বড় হাতিয়ার ছিল সন্দেশখালি ইস্যু। তা সত্ত্বেও চমকপ্রদ কিছু করতে পারেনি গেরুয়া শিবির। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাটে এবারও তৃণমূল জিতেছে। হাজি নুরুল ইসলামের হাত ধরে জোড়াফুল ফুটেছে এই কেন্দ্রে। তবে এবার তাঁর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ এনে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রেখা পাত্র।

২০২৪ লোকসভা নির্বাচনে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখাকে (Rekha Patra) বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল BJP। তবে বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এবার সেই রেখাই TMC প্রার্থী হাজি নুরুলের (Haji Nurul Islam) বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ, মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন জোড়াফুল প্রার্থী।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল অবধি বসিরহাটের (Basirhat) সাংসদ ছিলেন হাজি নুরুল। এরপর ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি, তখন BJP মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, মনোনয়ন জমা করার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজি নুরুল।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষার ‘খেল’? বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ২০১৪ সাল অবধি তিনি সাংসদ ছিলেন। সেই সময় তাঁর বাড়িঘর সম্বন্ধিত বিল, বিদ্যুতের বিল দেওয়া আছে কিনা সেসবের উল্লেখ করতে হয়। পদ্ম প্রার্থী রেখাও একই অভিযোগ এনেছিলেন। তিনিও TMC প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছিলেন। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন রেখা।

মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন বাতিলের দাবি এনে উচ্চ আদালতে মামলা করেন BJP নেত্রী। রেখা বলেন, ‘তৃণমূল প্রার্থী মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন। এটা অন্যায়। আমি এটা মানব না’। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।

Haji Nurul Islam Rekha Patra

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বঙ্গ BJP-র একাধিক তাবড় তাবড় নেতা-নেত্রীদের এই নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে বিশেষ কিছু লাভ হয়নি। বসিরহাট লোকসভার অধীন ৭টি বিধানসভার মধ্যে ৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর