বাংলা হান্ট ডেস্কঃ লোকসভার স্পিকার নির্বাচনে (Lok Sabha Speaker Election) জোর লড়াই। NDA-র ওম বিড়লার বিরুদ্ধে কে সুরেশকে দাঁড় করিয়েছে INDIA। শেষ মুহূর্তে বিরোধীরা প্রার্থী দেওয়ায় বুধবার সকাল ১১টার দিক করে ভোটাভুটি হতে চলেছে বলে খবর। এই আবহে NDA প্রার্থী ওমকে সমর্থনের কথা ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSR Congress Party)। জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
বিগত পাঁচ বছরে নানান ইস্যুতে মোদী সরকারকে (Modi Government) বাইরে থেকে সমর্থন করেছে ওয়াইএসআর কংগ্রেস। তবে এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে বিজেপি-টিডিপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে জগনের (Jagan Mohan Reddy) দল। এরপর অনেকেই মনে করেছিল সমীকরণ হয়তো বদলাতে পারে। তবে তেমনটা হল না। স্পিকার নির্বাচনের আগে তাদের তরফ থেকে ওম বিড়লাকেই (Om Birla) সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
এদিকে NDA প্রার্থী ওম বিড়লাকে জেতানোর জন্য BJP এবং জোটের শরিক দলগুলির কাছে পর্যাপ্ত সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে ওয়াইএসআর কংগ্রেস যদি তাদের সমর্থন নাও করে তাহলেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, BJP-র সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে হার, দল থেকে বহিষ্কার! শোকজের জবাব দিয়ে এবার বঙ্গ BJP-কে নিশানা অভিজিতের
আজকের স্পিকার নির্বাচনে যদি তুল্যমূল্য বিচার করা হয়, তাহলে INDIA প্রার্থী কে সুরেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে NDA-র ওম বিড়লা। বিরোধীদের সাংসদ সংখ্যা ২৩২। তার মধ্যে আবার ৫ জন এখনও শপথ নেননি। ফলে তাঁরা স্পিকার নির্বাচনে ভোট দিতে পারবেন না। এদিকে NDA-র কাছে ২৯০-র বেশি সাংসদ রয়েছে। ফলে ওমকে জিতিয়ে আনতে তাদের অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র ৪টিতে জয়ী হয়েছে ওয়াইএসআর কংগ্রেস। উনিশের লোকসভা ভোটের একচ্ছত্র আধিপত্য এবার চোখে পড়েনি। এরপর মনে করা হচ্ছিল, BJP এবং ওয়াইএসআর কংগ্রেসের সমীকরণ হয়তো পাল্টাতে পারে। তবে সেই সমীকরণে যে কোনও রকম পরিবর্তন আসেনি তা স্পিকার নির্বাচনের আগেই কার্যত পরিষ্কার হয়ে গেল।