কলেজে ভর্তির পোর্টালে সমস্যা! এবার গুগলের কড়া নাড়ল পশ্চিমবঙ্গ সরকার, ঠিক হল?

বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকেই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের (সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল) (College Admission Portal) মাধ্যমে স্নাতক স্তরে কলেজে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর পরেই মহা সমস্যায় পড়ে যান পড়ুয়াদের একাংশ। সকলেই দাবি করতে থাকেন তাঁদের কাছে নাকি কোনো ওটিপিই আসছে না (OTP Issue)। প্রসঙ্গত কলেজে ভর্তির জন্য আবেদন করতে গেলে ওই পোর্টালে রেজিস্ট্রার করার ক্ষেত্রে সবার প্রথমেই আসে ওটিপি।

প্রসঙ্গত ওটিপি না দিলে রেজিস্ট্রারই করতে পারে না পড়ুয়ারা। তাই দ্রুত এই  সমস্যা সমাধান করার জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতর যোগাযোগ করে  গুগলের সঙ্গে (Google)। পড়ুয়াদের যাতে ভবিষ্যতে ওরকম সমস্যায় আর পড়তে না হয়, সেই কারণেই এই বন্দোবস্ত। তবে উচ্চশিক্ষা দফতরের দাবি এখন সেই সমস্যা মিটে গিয়েছে।

তবে এখন সেই ওটিপি-র সমস্যা মিটে গিয়েছে বলেই দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে নতুন নোটিশে দিয়ে সেকথা জানানো হয়েছে।  ওটিপির সমস্যা মিটে গিয়েছে। জানা যাচ্ছে আবেদনকারীরা রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, সেখানে একই ওটিপি পাঠানো হচ্ছে। রেজিস্ট্রেশনের সময় সেই ওটিপিই ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার, পুজোর আগেই গঙ্গাসাগর সেতু নিয়ে তৎপরতা! কতদিনে হবে তৈরী?

জানা যাচ্ছে প্রথমে  মোবাইল এবং ইমেল আইডিতে আলাদা ওটিপি পাঠানো হচ্ছিল। তখন ওই দুটি ওটিপি দিয়েই আবেদনকারীদের রেজিস্ট্রার করতে হচ্ছিল। তবে  এখন আর সেটা করা হচ্ছে না।

OTP

কিন্তু OTP সমস্যা হচ্ছিল কেন?

রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে  একসঙ্গে অনেক ওটিপির ‘রিকোয়েস্ট’ এসেছিল। ফলে গুগলের সফটওয়্যার ভাবছিল যে নিশ্চয়ই জালিয়াতির জন্য প্রতারকরা ওই  কাজটা করছে। তাই ‘ব্লক’ করে দেওয়া হয়েছিল। আর সেজন্যই অনেক পড়ুয়ারাই  ওটিপি পাচ্ছিলেন না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর