বাংলাহান্ট ডেস্ক : ভিক্টর ব্যানার্জি অভিনীত ‘লাঠি’ ছবিতে কুমার শানুর গাওয়া ‘সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে…’ গানটি অনেকেই শুনেছেন। আমরা অনেকেই বিশ্বাস করি আমাদের জীবন অস্তমিত হলে বয়ে আসে সুখ। ইহকাল থেকে পরকালে গেলে আমাদের জন্য খুলে যায় সুখের দরজা।
তবে যতই আমরা পরকালের জন্য সুখকে স্থায়ী আমানতের মতো সঞ্চিত করে রাখি না কেন, ইহকালেও আমরা সবাই সুখী বিলাসী। মানুষের জীবনের সুখ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। এই ক্ষেত্রগুলি আবার একাধিক বিষয়গুলির সাথে যুক্ত। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির উপর অনেক ক্ষেত্রেই নির্ভর করে আমাদের জীবনের ‘সুখ।’
আরোও পড়ুন : বিয়ের পর শুধু বর নয়, বিছানায় জোর করে শাশুড়িও! বাধা দিলেই চলে ব্লেড
বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে ব্রিটেনের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কোয়ালিটি অব লাইফ ২০২৪-র সুখী শহরের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। ‘হ্যাপি সিটি’ ইনডেক্স অনুযায়ী কোন শহর সব থেকে সুখী জানেন? এই তালিকায় ভারতের কোন কোন শহর রয়েছে? জেনে নেব এই সংক্রান্ত সবকিছু। এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ২৫০ টি শহর।
আরোও পড়ুন : ‘WBCS’ শব্দটাই ছিল অজানা! পড়েছিলেন বি.ফার্ম নিয়ে, কোচিং ছাড়াই আজ BDO’র চেয়ারে গার্গী দাস
সেগুলি বিভক্ত গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ সিটি ক্যাটাগরিতে। যে শহরগুলি ১ থেকে ৩৭ নম্বরের মধ্যে জায়গা পেয়েছে সেগুলিকে গোল্ড, ৩০ থেকে ১০০ নম্বরে জায়গা পাওয়া শহরগুলি সিলভার ও ১০০ থেকে ২৫০ নম্বরে থাকা শহরগুলিকে ব্রোঞ্জ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আরহুসকে বিশ্বের সবথেকে সুখী শহর হিসাবে নির্বাচিত করা হয়েছে।
প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার মানুষের বাস এই শহরে। এই শহর ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পের জন্য সমাদৃত। জনগণের জন্য পাবলিক হেলথ স্কিম, সামাজিক উন্নতি ও কম বেকারত্ব থাকায় এই শহরকে সবথেকে সুখী শহর বলা হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে জায়গা করেছে জার্মানির প্রাচীন শহর বার্লিন।
সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডাম এই তালিকায় চার নম্বর স্থানে জায়গা পেয়েছে। ২৫০ টি শহরের তালিকায় ভারতের মাত্র দুটি শহর জায়গা পেয়েছে। ভারতের (India) এই দুটি শহর রয়েছে যথাক্রমে ২১০ ও ২৩২ নম্বর স্থানে। এই তালিকায় ২১০ নম্বর স্থানে বেঙ্গালুরু ও ২৩২ নম্বর স্থানে চেন্নাই জায়গা করে নিয়েছে।