বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় হারে DA প্রদান থেকে শুরু করে বকেয়া ভাতা প্রদান করা, একাধিক দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। এমতাবস্থায় গত বছরের মার্চ মাস থেকে এখনও অবধি তিন দফায় DA বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ষষ্ট বেতন কমিশনের অধীন ১১% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তবে DA বাড়লেও এখনও বকেয়া সরকারি কর্মীদের মজুরি।
বিগত এক-দেড় বছরের মধ্যে একাধিক দফায় রাজ্য সরকারি কর্মীদের DA বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক এখনও রয়েছে। সেই সঙ্গেই বকেয়া DA তো আছেই। তবে নিয়ম বলছে, প্রত্যেক বার মহার্ঘ ভাতা বাড়ানোর সঙ্গে মজুরিও বৃদ্ধি করা হয়। তবে অভিযোগ, রাজ্য সরকারের তরফ থেকে DA বাড়ানো হলেও, দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের একাংশ কিন্তু বর্ধিত মজুরি (Daily Wages Arrear) পাচ্ছেন না।
নিয়ম অনুসারে, প্রত্যেকবার DA বাড়ানোর সঙ্গে সরকারের দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের মজুরি বাড়ানো হয়। কিন্তু অভিযোগ, সেই বর্ধিত হারে মজুরি তাঁরা পাচ্ছেন না। জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরে কর্মরত দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের একটি বিরাট অংশ এর কারণে প্রভাবিত হচ্ছেন বলে খবর।
আরও পড়ুনঃ হাওড়ার প্রাথমিক স্কুলে অগ্নিকাণ্ড! গুরুতর আহত দুই শিক্ষিকা, আগুন কীভাবে লাগল?
২০২৩ সালে মার্চ মাসে রাজ্য সরকারের তরফ থেকে ৩% DA বাড়ানো হয়। তখন দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীদের দৈনিক আয় ১৭ টাকা করে বৃদ্ধি পায়। এরপর ২০২৪ সালের ১ জানুয়ারি ফের রাজ্য সরকারি কর্মীদের ৪% মহার্ঘ ভাতা বাড়ানো হয়। এর ফলে ফের মজুরি ২২ টাকা বাড়ে। এমতাবস্থায় সরকারি নির্দেশ অনুযায়ী, দিনমজুরদের দৈনিক মজুরি ৪২১+২২= ৪৪৩ টাকা হয়।
পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় নানান দফতরের রক্ষী কিংবা ভালভ এবং পাম্প চালানোর কাজ কয়া কর্মীদের সরকারি হারে রোজকার মজুরি পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠছে, মজুরি বাড়ানোর আদেশনামা জারি হলেও বর্ধিত হারে মজুরি পাচ্ছেন না তাঁদের একাংশ। এক শ্রেণির আমলা এবং ঠিকাদারদের দিকে এই নিয়ে আঙুল তোলা হচ্ছে।
গত ৬ জুন এই মর্মে নির্দেশিকা জারি করা হয় যে, ১ জানুয়ারি থেকে বাড়ানো ২২ টাকা হারে প্রত্যেকের মজুরি বাড়াতে হবে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসের ক্ষেত্রে ১৭ টাকা মজুরি বৃদ্ধি অনেক ক্ষেত্রে কার্যকর হয়নি। এপ্রিলের DA বৃদ্ধির সময় ২২ টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হলেও সেই টাকা অনেকে পাচ্ছেন না। সব মিলিয়ে, সরকারের অধীনে কর্মরত নানান দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীরা এখনও রোজ ৬১ টাকা করে কম পাচ্ছেন।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়