বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, বড় আপডেট দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ এসেও যেন আসছে না! দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা প্রবেশ করলেও চেনা আবহাওয়ার দেখা নেই। মাঝেমধ্যে আকাশ মেঘলা করে দু-এক পশলা বৃষ্টি হলেও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না। ফলে গুমোট গরম থেকেই যাচ্ছে। এদিকে আবার উত্তরে টানা বৃষ্টি চলছে। এই আবহে এবার আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর। গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)।

আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণবঙ্গে তেমন ঝেঁপে বৃষ্টি (Rain) হয়নি। ভ্যাপসা গরমে রীতিমতো চাতক পাখির মতো দশা দক্ষিণবঙ্গবাসীর। তবে এবার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূল এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে (Rainfall Alert)।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা (South Bengal Weather Update) বৃদ্ধি পাবে। সপ্তাহান্ত যত এগিয়ে আসবে ততই বাড়বে বর্ষণের পরিমাণ। এদিকে উত্তরবঙ্গে আবার উইকেন্ডে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ DA নিয়ে চলছে ‘লড়াই’! এদিকে এখনও বকেয়া সরকারি কর্মীদের মজুরি! ফাঁস নয়া তথ্য

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমেই এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করবে। আগামী শনি-রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই কারণেই আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহর কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ৩০-৫০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Rainfall alert from Friday South Bengal North Bengal Kolkata West Bengal weather update 27th June

এদিন কলকাতার আকাশে মেঘের ‘খেলা’ দেখা যাবে। মহানগরীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের উপরের দিকের পাঁচ জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টি চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর