বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা ঢুকেছে বেশ কিছুদিন আগেই। বৃহস্পতিবার অল্পবিস্তর বৃষ্টি হয়েছে কলকাতায় (Kolkata)। আজ থেকে বৃষ্টির (Rainfall) দাপট বাড়বে মহানগরে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হতে পারে ১১টার পর থেকেই।
তাহলে কী শীঘ্রই কী বর্ষার (Monsoon) স্পেল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের সর্বত্রই কমবেশি সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে। আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার জেরে মাসের শেষের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতেও এবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি এবার গতিও পেয়েছে। যার জেরে আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। জুন মাসে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বেশ ঘাটতি রয়েছে। জুলাই মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৮ জুন, লটারিতে মালামাল হবে এই চার রাশি
উত্তরবঙ্গের ভারী বৃষ্টি চলছে। আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। ওদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।