বাংলা hunt ডেস্ক : ইতিমধ্যে রাজ্যে অব্যাহত গেরুয়া ঝড়।অন্যদিকে সমস্যায় আবির ব্যবসায়ীরা।প্রত্যাশিত মতো আবিরের বিক্রি নেই দোকান গুলোতে।রাজ্যের ভোটের বাজারের দিকে নজর রেখে দোকান গুলোতে সবুজ আবিরের স্টক ছিলো প্রচুর।কিন্তু প্রত্যাশা মতো কাটতি নেই একটুও।
এমনটা যে হবে তা বিন্দুমাত্র আঁচ করতে পারে নি ব্যবসায়ীরা তাই স্বাভাবিক ভাবেই বড়সড়ো ক্ষতির মুখোমুখি হলেন তারা।