বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই সম্পন্ন হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। এবারের পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছিল সবুজ ঝড়। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জিতেছেন TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, একুশে জুলাইয়ের (21st July) মঞ্চে এই সাফল্যের উদযাপন হবে। সেই ‘বিশেষ’ দিন আসতে আর একমাসও বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই সঙ্গেই মাথাচাড়া দিয়েছে একটি জল্পনা। একুশের জুলাইয়ের মঞ্চে কি থাকবেন TMC সেনাপতি অভিষেক?
লোকসভা ভোট মিটতেই রাজনীতি থেকে ‘ছুটি’ নিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ জানান, চিকিৎসার কারণে কয়েকটা দিন সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন তিনি। নির্বাচনের পর ডায়মন্ড হারবারেও দেখা যায়নি তাঁকে। কোনও কর্মসূচি অথবা রাজনৈতিক বৈঠক করেননি তৃণমূল (Trinamool Congress) নেতা। কয়েকদিন আগে আবার অস্ত্রোপচারও হয়েছে তাঁর।
আরও পড়ুনঃ ভিসার মেয়াদ শেষ হলেও রাজ্যে চুটিয়ে ব্যবসা বাংলাদেশির! ED-র কে চরম নির্দেশ হাই কোর্টের
এমতাবস্থায় একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেকের দেখা পাওয়া যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, কর্মসূচি সফল করতে নানান স্তরে চিঠিও পাঠানোর কাজও চলছে। সুব্রত বক্সীর পাশাপাশি সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারের।
এরপরেই অভিষেককে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। গত কয়েক বছরে একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে ক্যামাক স্ট্রিটের অফিসে তৎপরতা চোখে পড়ত। তবে এবার সেসব কিছুই চোখে পড়ছে না। ফলত তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ওয়াকিবহাল মহলের কথায়, চিকিৎসা সম্পন্ন হলেও একুশে জুলাইয়ের আগেই তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ফিরে আসবেন। তবে এখনও এই বিষয়ে পরিষ্কার কোনও উত্তর পাওয়া যায়নি।