নিয়োগ দুর্নীতির মাঝেই ২,৩৪৪ পদে নতুন চাকরি, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নিয়োগের (Recruitment) বেহাল দশা। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলা চলায় স্থগিত রয়েছে বহু নিয়োগ। ওদিকে ওবিসি রায়ের জেরেও আটকে রয়েছে চাকরির পরীক্ষা সহ নিয়োগ পক্রিয়া। কবে সেই জট খুলবে তা এখনও জানা নেই। তবে এরই মাঝের এবার ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একসঙ্গে ২,৩৪৪ পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা (Government Of West Bengal)।

লোকসভা ভোটের পরই একাধিক দফতরে নিয়োগ নিয়ে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দফতরে নিয়োগে সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রিসভায় তা পাশও হয়েছে।

আরও পড়ুন: লক্ষীর ভাণ্ডারের পর এবার নয়া প্রকল্প! মাসে মাসে মহিলারা পাবেন ১৫০০ টাকা, ঘোষণা রাজ্যের

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। ওদিকে একজোটে ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর মাধ্যমে বনকর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৩৪৪।

Government of West Bengal Nabanna

আরও পড়ুন: ঘনাচ্ছে নিম্নচাপ! একটু পর থেকেই ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, তালিকায় কলকাতাও?

নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য, প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর সব মিলিয়ে মোট ৫৫২টি নতুন পদ তৈরী হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি, প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে ৩৫ জনকে নিয়োগ করা হবে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর