বাংলা হান্ট ডেস্ক: পথে দেরি হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বত্র ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার প্রতিটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Low pressure) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়েই এবার বাড়বে বৃষ্টি। তালিকায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিও।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জারি হয়েছে সতর্কতা।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা। কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতাতেও। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে।
বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
আরও পড়ুন: অবশেষে শাপমোচন, সাউথ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর T20 বিশ্বকাপ পেল ভারত
উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আপাতত তা কিছুটা কমেছে। যদিও ভারী বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।