সিঙ্গুরে টাটা আনবেন,জয়ের পর ঘোষনা লকেটের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই চলছিল ভোট গণনার কাজ। সময় বাড়তেই নিশ্চিত হচ্ছিল জয়। হুগলি মোড়ের তিন নম্বর গেটের কাছে গেরুয়া শিবিরের দলীয় কার্যালয় ঘিরে উচ্ছ্বাস বারছিল কর্মীদের। সরকারিভাবে ঘোষণা হয়নি তখনও,কিন্তু ভোটে গননা বলছে টানা দুবার তৃণমূল সাংসদ রত্না দে নাগ কে হারিয়ে হুগলির সংসদ হয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হুগলির গেরুয়া শিবিরের কার্যালয়ের কাছে পৌছলেন লকেট চট্টোপাধ্যায়। লকেটের সর্মথকরা নিমেষে তার দুধ সাদা গাড়িটিকে রাঙিয়ে দিল গেরুয়া রঙে। গাড়ি থেকে নামতেই লকেট কে ঘিরে ধরল তার সমর্থক। গাড়ি থেকে নামতেই লকেট কে ঘিরে ধরল তার সমর্থকরা। সমর্থকরা ঢোল বাজিয়ে,বাজি ফাটিয়ে বুঝিয়ে দিল তাঁদের উচ্ছাস। সমর্থকদের সঙ্গে মাতলেন লকেট নিজেও।

তারপর তিনি জানান দলীয় কার্যালয়ে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর। আট বছর আগে এই সিঙ্গুর থেকেই শুরু হয়েছিল পরিবর্তন। সিঙ্গুর প্রসঙ্গে কথা উঠলে লকেট বলেন, ” ওখানে আন্দোলনের নামে মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর দিয়ে ওদের উত্থানের শুরু হয়েছিল। পতনেরও সূচনা হবে সিঙ্গুর দিয়েই। আমি ওখানে নজর দেব। চাইব, ওখানে শিল্প হোক টাটা আসুক।” লকেট আরও বলেন, “আমার প্রথম কাজ হবে হুগলিকে সন্ত্রাসমুক্ত করা।”

X