তাঁর কাছে সন্ত্রাসবাদীরাও হয়েছে জব্দ! ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিবার দেশের (India) নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi)। তিনি জেনারেল মনোজ পান্ডের (General Manoj Pandey) স্থলাভিষিক্ত হলেন। যিনি আজ অবসর নিয়েছেন। জেনারেল মনোজ পান্ডেকে তাঁর মেয়াদের শেষ দিনে গার্ড অব অনার দেওয়া হয়। জানিয়ে রাখি যে, জেনারেল মনোজ পান্ডে ২৬ মাস ধরে এই পদে ছিলেন। মেয়াদের শেষ দিনে তিনি ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন এবং শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

জেনারেল দ্বিবেদী ৩০ তম সেনাপ্রধান: উল্লেখ্য যে, জেনারেল দ্বিবেদী ৩০ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর ভাইস চিফের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এদিকে, সেনাপ্রধান হিসেবে জেনারেল দ্বিবেদীর নিয়োগ গত ১১ জুন সরকার দ্বারা মঞ্জুর হয়। জানিয়ে রাখি যে, ১৯৬৪ সালের ১ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। এদিকে, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি (জম্মু ও কাশ্মীর রাইফেলস)-তে কমিশন পান।

প্রায় ৪০ বছরের কর্মজীবন: প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪০ বছরের দীর্ঘ এবং সফল কর্মজীবনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বিভিন্ন কমান্ড, স্টাফ, প্রশিক্ষণ এবং বিদেশি নিয়োগে দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর কমান্ড নিয়োগের মধ্যে রয়েছে রেজিমেন্ট (১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস), ব্রিগেড (২৬ সেক্টর আসাম রাইফেলস), ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস (পূর্ব) এবং নাইন কর্পস।

General Upendra Dwivedi took charge as the new Army Chief of India.

জেনারেল দ্বিবেদী বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন: সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে নিয়োগের আগে, লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী ২০২২-২৪ সাল পর্যন্ত ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ (HQ উত্তর কমান্ড) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। রেওয়ার সৈনিক স্কুল, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডিএসসিসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মহুতে পড়াশোনা করেছেন।

আরও পড়ুন: এইভাবে কেউ দেখেননি রোহিতকে! বিশ্বকাপ জেতার পর এটা কি করলেন হিটম্যান? সবাই হলেন অবাক

প্রযুক্তির ব্যবহারে থেকেছেন অগ্রগামী: লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী প্রযুক্তির ব্যবহারে সবসময় অগ্রগামী থেকেছেন। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডে প্রযুক্তির ব্যবহারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর পাশাপাশি, নতুন সেনাপ্রধান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, বিগ ডেটা অ্যানালিটিকস, কোয়ান্টামের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকেও কাজ করেন। তিনি সোমালিয়ায় থেকে সেশেলস সরকারের সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন: রাহুল দ্রাবিড়ের পর এবার গম্ভীর হেড কোচ? BCCI সভাপতি দিলেন বিরাট খবর

তাঁর সহপাঠী নৌবাহিনীর প্রধান: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবারের মতো একই সাথে পড়াশোনা করা দুই সহপাঠী সেনাবাহিনীর দু’টি ভিন্ন শাখার নেতৃত্ব দিচ্ছেন। মূলত, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি সহপাঠী ছিলেন। সত্তরের দশকের গোড়ার দিকে তাঁরা দুজনেই একসঙ্গে পঞ্চম শ্রেণিতে পড়তেন। তখন জেনারেল দ্বিবেদীর রোল নম্বর ছিল ৯৩১ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠীর রোল নম্বর ছিল ৯৩৮।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর