ভোটের ফলাফল প্রকাশ হতেই অশান্ত ভাঙড়

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা

ভাঙড় : দেশের সর্বত্রই গেরুয়া ঝড় বয়ে গেলেও যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল জানা দেশ নিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ।আর এই জয়ের পর দিনই অশান্ত হয়ে উঠল ভাঙড়। চলেছে একের পর এক বাড়িতে ভাঙচুর। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। চলছে আরাবুলের বিরুদ্ধে শ্লোগান ।

শুক্রবার সকাল থেকেই ভোট পরবর্তী সন্ত্রাসে অগ্নিগর্ভের রুপ নেয় একদা অশান্ত পাওয়া গ্রিডের পোলেরহাট এলাকা ।জমি কমিটির অভিযোগ, তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্রে জয় লাভ করতেই আরাবুল পোলেরহাট ২ নং এলাকার মানুষের উপরে রাত থেকে লাগামহীন অত্যাচার শুরু করেছে। মাছিভাঙা, খামারআইট সহ টোনা পদ্মপুকুরে বাড়িতে বাড়িতে ঢুকে আসবাস পত্র ভাঙ্গচুর সহ বাড়ি ঘর ভাঙ্গচুর করেছে।

e08e4 img 20190524 wa0020

এর পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জমি কমিটির অভিযোগ তুলেছে। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হয়েছে জমি কমিটির লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানা সহ জেলা পুলিশের বিশাল বাহিনী ।

সম্পর্কিত খবর