বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর ফের একবার T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) হাসিল করেছে ভারত। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ভারতীয় দল (India National Cricket Team) তৈরি করেছে নয়া ইতিহাস। আর তার সাথেই স্বপ্নপূরণ হয়েছে ১৪০ কোটি ভারতবাসীর। এদিকে, ভারতীয় সমর্থকরা এখন তাঁদের চ্যাম্পিয়ন দলের অপেক্ষায় থাকলেও ফিরতে দেরি হচ্ছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। শুধু তাই নয়, তাঁরা কার্যত পড়ে গিয়েছেন মহা সমস্যায়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছিল বার্বাডোজে। সেখানে বর্তমানে অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে, পুরো ভারতীয় দল কার্যত ফেঁসে গিয়েছে। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে সমস্ত খেলোয়াড়দের হোটেলের রুমে বন্দি থাকতে হচ্ছে। এদিকে, সেখানকার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাবার্ডোজে রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।
11.00 PM EST: 30th June: Further Update on Hurricane Beryl
The CAT 4 Hurricane Beryl is some ~500 KMS from Barbados currently. Its expected to get some 200KMS south of the island ~ 1.30 PM TO 3.30 PM tomorrow afternoon.
Hope and pray that all Indian Cricket Team Fans still in… https://t.co/rOnohnd7gG pic.twitter.com/2PaNZPpX6C
— Namma Karnataka Weather (@namma_vjy) July 1, 2024
এর জন্য জারি করা হয়েছে উচ্চ সতর্কতাও। আর সেই কারণেই এখন সেখানকার সমস্ত বিমানবন্দর বন্ধ রয়েছে। শুধু তাই নয়, বাবার্ডোজ থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় মানুষদের বাড়ি থেকে বেরনোর ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও। ঘূর্ণিঝড়ের কারণে সমগ্র এলাকা জুড়েই রীতিমতো কারফিউ-এর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: সুদূর আমেরিকা থেকে মিলল বিরাট সুখবর! ৮.৩৪ লক্ষ কোটি টাকার জ্যাকপট “কনফার্ম” মুকেশ আম্বানির
হোটেলে বন্দি ভারতীয় দল: বার্বাডোজের খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় দলকে হোটেলের ঘরেই থাকতে হয়েছে। পাশাপাশি, তাঁদের বাইরে যাওয়ার ব্যাপারে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তাই, ঝড়ের আতঙ্কে টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় নিজ নিজ রুমে বন্দি রয়েছেন। PTI-এর রিপোর্ট অনুযায়ী, হোটেলে বর্তমানে ৭০ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। এমতাবস্থায়, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সমস্ত সদস্যদের বার্বাডোজ থেকে চার্টার ফ্লাইটের মাধ্যমে ব্রিজটাউনে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে ভারতীয় দল সরাসরি নয়াদিল্লি পৌঁছবে।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা
খেলোয়াড়দের কাগজের প্লেটে খেতে দেখা গেছে: সোশ্যাল মিডিয়ায়, একজন প্রবীণ সাংবাদিক সামগ্রিক পরিস্থিতি শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, ভারতীয় দল BCCI-এর সাথে সেখানে রয়েছে। তিনি আরও জানান যে, কিভাবে বার্বাডোজের হোটেলে সীমিত কর্মী রয়েছে। যার কারণে ভারতীয় দলের খেলোয়াড়রা কাগজের প্লেটে রাতের খাবার খেতে বাধ্য হয়েছিলেন।