ভরসন্ধ্যায় ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই! হাড়হিম করা ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই আর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায় এক ব্যবসায়ীকে (Business Man) লক্ষ্য করে চলল গুলি (Shootout), তারপরেই তার কাছে থাকা ৭ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট  দিল একদল দুষ্কৃতী। ভর সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 PGS) মগরাহাট (Magrahat) থানা এলাকার দিঘিরপাড়ে এই টাকা ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অশোক ছাটুই নামে এক ব্যবসায়ী।

তিনি মগরাহাটের মতিরাহাট এলাকার বাসিন্দা। সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মাইতিরহাট এলাকার বাসিন্দা অশোক অন্যান্য দিনের মতোই ব্যবসার কাজে বেরিয়েছিলেন। সেখান থেকেই টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় তিনি যখন দিঘিরপাড় বাজারের কাছে আসেন ঠিক তখনই সেখানে অন্ধকার থাকায় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তখন তিনি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই তার কাছে থাকার সাত লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্যদিকে ততক্ষণে প্রচন্ড গুলির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই এসে আহত ওই ব্যবসায়ীকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। তাই চিকিৎসকরা তড়িঘড়ি ওই ব্যবসায়ীকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

আরও পড়ুন: স্বামীর চোখে ধুলো দিয়ে একই সঙ্গে ২ যুবকের সাথে পরকীয়া! বর্ধমানে খুন মহিলা, গ্রেফতার দুই

প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর বাঁ হাতে গুলি লেগেছে। ব্যবসায়ীকে গুলি করা এবং টাকা ছিনতাই-এর এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ। তবে কি কারণে ওই ব্যবসায়ীর ওপর এদিন গুলি চলল তা এখনও  পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান এর পিছনে কোন ব্যবসায়িক শত্রুতা কিংবা কোন পারিবারিক কারণও থাকতে পারে।

Business man

তদন্তে নামার পর পুলিশে জানতে পেরেছেন ওই দুষ্কৃতীরা এদিন বাইকে চেপে কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিল। ওই আহত ব্যবসায়ী হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই পুলিশকে সম্ভাব্য কয়েকজন অভিযুক্তের নাম জানিয়েছেন। তদন্ত চালানোর পাশাপাশি পুলিশের আশ্বাস খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতারও করা হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর