পাত্তা পাবেনা আম্বানির ১৫,০০০ কোটির অ্যান্টিলিয়া! ভারতের সবথেকে বড় বাড়িতে বাস করেন এই মহিলা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের (India) শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এমতাবস্থায়, তাঁর জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, সমগ্র আম্বানি পরিবার তাঁদের বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়শই উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি, তাঁরা যে বাড়িটিতে থাকেন সেটিও আকৃষ্ট করে সবাইকে। যেটির নাম হল অ্যান্টিলিয়া (Antilia)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আম্বানির এই বাড়ির দাম হল ১৫,০০০ কোটি টাকা।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁর বাড়ির কাছে পাত্তা পাবেনা ১৫,০০০ কোটির অ্যান্টিলিয়াও। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, আজ আমরা আপনাদের জানাবো বরোদার গায়কোয়াড় পরিবারের মালিকানাধীন গুজরাটের লক্ষ্মী বিলাস প্রাসাদের প্রসঙ্গে। যেটি বিশ্বের বৃহত্তম প্রাইভেট রেসিডেন্স হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, লক্ষ্মী বিলাস প্রাসাদ আয়তনে বাকিংহাম প্যালেসের থেকেও বড়।

This woman lives in the largest house in India.

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বরোদার প্রাক্তন শাসক গায়কোয়াড়রা এখনও স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত সম্মানের জায়গা ধরে রেখেছেন। পরিবারটি বর্তমানে এইচআরএইচ সমরজিৎসিংহ গায়কোয়াড় এবং তাঁর স্ত্রী রাধিকারাজে গায়কোয়াড়ের নেতৃত্বাধীন রয়েছে।উল্লেখ্য যে, রাধিকারাজে গায়কোয়াড়, ১৯৭৮ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি গুজরাটের ওয়াঙ্কানের রাজ্যের বাসিন্দা। তাঁর বাবা ডক্টর এম কে রঞ্জিতসিংহ ঝালা, একজন IAS অফিসার হিসাবে কাজ করার জন্য তাঁর রাজকীয় উপাধি ত্যাগ করেছিলেন।

আরও পড়ুন: “প্রিয় নরেন্দ্র মোদী স্যার…..”, প্রধানমন্ত্রীর অভিনন্দনের বার্তা পেয়ে “বিরাট” কৃতজ্ঞতা প্রকাশ কোহলির, জানালেন….

হাউজিং ডট কমের মতে, লক্ষ্মী বিলাস প্রাসাদ ৩,০৪,৯২,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত রয়েছে। অপরদিকে আমরা যদি বাকিংহাম প্যালেসের আয়তন দেখি তাহলে সেটি হল ৮,২৮,৮২১ বর্গফুট। অপরদিকে, মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া ৪৮,৭৮০ বর্গফুট জুড়ে বিস্তৃত। জানিয়ে রাখি যে, লক্ষ্মী বিলাস প্রাসাদে ১৭০ টিরও বেশি কক্ষ রয়েছে। এই বিলাসবহুল প্রাসাদটি ১৮৯০ সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াবড় তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল। সেই সময়ে খরচ হয়েছিল প্রায় ১,৮০,০০০ GBP। এদিকে, ওই প্রাসাদে একটি গল্ফ কোর্সও রয়েছে।

আরও পড়ুন: “যেকোনও দেশই সন্ত্রাসবাদের নিন্দা করবে, কিন্তু…’, ভারত-পাকিস্তান সম্পর্কে এবার বিরাট প্রতিক্রিয়া আমেরিকার

উল্লেখ্য যে, রাধিকারাজে গায়কোয়াড়, একজন স্বনামধন্য লেখিকা। যিনি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ থেকে ভারতীয় ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি মহারাজা সমরজিৎসিংহ গায়কোয়াড়কে বিয়ে করেন। তার আগে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর