৪৩ হাজার কোটি দিয়ে নৌসেনার জন্য ডুবোজাহাজ! ‘মেড ইন ইন্ডিয়া’ প্ল্যানে সামিল হবে কী জার্মানি,স্পেন?

বাংলাহান্ট ডেস্ক : প্রায় ৪৩ হাজার কোটি টাকা খরচা করে ভারতীয় নৌসেনার (Indian Army) জন্য তৈরি করা হবে ৬টি অত্যাধুনিক ডুবোজাহাজ। এটির পোশাকি নাম দেওয়া হয়েছে  ‘প্রজেক্ট ৭৫১’। জানা গেছে, ভারতের (India) সাথে যৌথ ভাবে এই প্রকল্পে জার্মানির (Germany) পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে অংশ নিতে পারে স্পেনও (Spain)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বিষয়টি নিয়ে সমঝোতা হতে পারে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ় এবং স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজের আসন্ন ভারত সফরে।

২০২১ সালে অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে ভারতীয় নৌসেনার জন্য ছয়টি অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং নরেন্দ্র মোদী মন্ত্রিসভা তারপর এই সিদ্ধান্তে শিলমোহর দেয়। সরকারি সূত্রে খবর, গত বছর এই বিষয়ে দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের উপস্থিতিতে চূড়ান্ত কথাবার্তা হয়ে যায়।

আরোও পড়ুন : আদালতের সময় নষ্ট করা? এবার কান মুলে দিল কলকাতা হাইকোর্ট, হল বিরাট ‘শাস্তি’

অন্যদিকে, গত মাসে স্পেনের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা সংস্থা নাভান্তিয়ার কারখানা পরিদর্শনে যায় ভারতীয় নৌসেনার একটি বিশেষজ্ঞ দল। সেখানে এই বিশেষজ্ঞ দল খতিয়ে দেখে স্পেনের ডুবোজাহাজের কার্যকারিতা। ইতিমধ্যেই মুম্বইয়ের মাঝগাঁও ডক জাহাজ নির্মাণ কর্তৃপক্ষের (এমডিএল) সাথে ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম’-সহ ছ’টি ডুবোজাহাজ নির্মাণের প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত করেছে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস। পাশাপাশি জানা যাচ্ছে, ভারতীয় সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো-র সাথে কাজ করবে নাভান্তিয়া ইঞ্জিনিয়ারিং।

An air independent propulsion will allow the vesse 1719847275212

উল্লেখ্য, ‘প্রজেক্ট ৭৫’ প্রকল্পের আওতায় প্রায় দেড় দশক আগে ভারত ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে তৈরি শুরু করে ৬টি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ। ২০১৫ সালে ভারতীয় নৌসেনার হাতে প্রথম স্টেলথ ডুবোজাহাজ আইএনএস কলভরী তুলে দেওয়া হয়েছিল। এই গোত্রের শেষ ডুবোজাহাজ ২০২০ সালের নভেম্বর মাসে তুলে দেওয়া হয় ভারতীয় নৌসেনার হাতে। এরপর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক আরো আধুনিকতর ডুবোজাহাজ তৈরির প্রস্তুতি শুরু করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর