বাংলা হান্ট ডেস্ক: ভারতীয়দের (Indian) জন্য সুবর্ণ সুযোগ, মাত্র ২০০ টাকায় মহাকাশ ভ্রমণ (Space Travel)! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে সম্প্রতি আমেরিকার স্পেস এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ এজেন্সি (সেরা) ভারতকে তাদের মহাকাশ মিশনে অন্তর্ভুক্ত করেছে। যার ফলে আগামী দিনে ভারতীয়রাও খুব সহজেই যেতে পারবেন মহাকাশে।
প্রসঙ্গত সেরা ছাড়াও এই মিশন টি সম্পন্ন করার কাজে যুক্ত রয়েছেন প্রবীণ শিল্পপতি জেফ বেজোসের ব্লু অরিজিন কোম্পানির নিউ শেপার্ড রকেট।সারা বিশ্ববাসীকে মহাকাশে পাঠানোর জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেরা। এবার এই সেরা এবং ব্লু অরিজিন একসাথে হাত মিলিয়ে মহাকাশ ভ্রমণের (Space Travel) জন্য এক বিরাট সুযোগ এনে দিয়েছে বিশ্ববাসীকে।
বিশেষ করে পৃথিবীর যে সমস্ত দেশের মহাকাশে যাওয়ার সংস্থান নেই মূলত এই তাদেরই এই মহাকাশ ভ্রমণে (Space Travel) যাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ সুযোগ দিচ্ছে সেরা এবং ব্লু অরিজিন। মনে করা হচ্ছে আগামী দিনে এই মিশনের মাধ্যমে ভারত মহাকাশে নিজের জায়গা আরো বেশি শক্ত করতে পারবে। জানা যাচ্ছে এই মিশনে ব্যবহৃত ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট পুনর্ব্যবহারযোগ্য। এবার এই রকেটে চেপেই মানুষ পৃথিবীর সীমানা পেরিয়ে পৌঁছে যাবেন মহাকাশে।
জানা যাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা সেরা ব্লু অরিজিনের রকেট নিউ শেপার্ডের মহাকাশ অভিযানের অংশ হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ আসন বরাদ্দ করেছে। আগামীদিনে এই মহাকাশ অভিযানের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানা হিসাবে পরিচিত ‘কারমান লাইন’ পেরিয়ে মহাশূন্যে সময় কাটানোর অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন ভারতীয়রাও।
আরও পড়ুন: মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতেই গ্রেফতার, তৃণমূল কর্মীর সঙ্গে যা হল…
ভারত এই কর্মকান্ডের অংশ হওয়ায় এ প্রসঙ্গে সেরা’র সহ প্রতিষ্ঠাতা জোসুয়া স্কুরলা বলেছেন, ‘আমরা আমাদের মানব মহাকাশযান কর্মসূচীতে ভারতকে অর্ন্তভুক্ত করতে পেরে গর্বিত।’ সেইসাথে এদিন তিনি ভারতের মহাকাশ গবেষণার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাই এদিন তিনি বলেছেন, ‘মহাকাশ ভ্রমণের (Space Travel) বিস্ময় অনুভব করতে চান এমন একজন ভারতীয় নাগরিককে এই অনন্য সুযোগ দিতে পেরে আমরা খুশি’। এছাড়া এদিন তিনি বলেছেন সকলের সাধ্যের মধ্যে মহাকাশকে আনাই তাদের এই মহাকাশ অভিযানের মূল উদ্দেশ্য।
জানা যাচ্ছে যে কোনো ভারতীয় নাগরিকই এই মিশনে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এই মহাকাশ ভ্রমণ করতে যাওয়ার জন্য খরচ হবে মাত্র ২.৫ ডলার অর্থাৎ প্রায় ২০৯ টাকা। এই টাকা দিয়েই যে কোনো ভারতীয় মহাকাশ অভিযানে যাওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। জানা যাচ্ছে এই খরচ হবে ভেরিফিকেশন চেক ও নিরাপদ ও স্বচ্ছ ভোটিংয়ের জন্য। এরপর ভোটিংয়ের মাধ্যমে এই মিশনে অংশ গ্রহণ করার জন্য ছয়জনকে নির্বাচন করা হবে।
ভোটিং হবে মোট তিন দফায়। প্রতিটি পর্বে কিছু লোক বাদ পড়বে। আর শেষ রাউন্ডে ৬ জনকে সিলেক্ট করা হবে। মূলত দেশ ও অঞ্চলভেদে পাঁচটি আসনে ভোট হবে। আর সারা বিশ্বের মানুষ ষষ্ঠ আসনের আবেদনকারীর জন্য ভোট দিতে পারবেন। আবেদনকারী তার মিশন প্রোফাইল, সামাজিক মাধ্যম সহ নানা উপায়ে নিজেকে প্রচার করতে পারবেন। যারা সবচেয়ে বেশি ভোট পাবেন তাদের এই মহাকাশ সফরের জন্য বেছে নেওয়া হবে। এক্ষত্রে একইসাথে যাচাই করা হবে শারীরিক সক্ষমতাও।