কাদের থেকে জামাকাপড় আর পার্স কেনেন নীতা আম্বানি? জানলে অবাক হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। বিয়ের আগে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেওয়া প্রায় শেষের দিকে। তবে এসবের পাশাপাশি বর্তমানে সবচেয়ে নজর কেড়েছে আম্বানি পরিবারের মহিলা সদস্যদের ফ্যাশন স্টেটমেন্ট।

বিশেষ করে নীতা আম্বানির ( Nita Ambani) অবস্থান সেদিক থেকে শীর্ষে। তাঁর পোশাকশৈলীতে (Style) সব সময় যেন একটা রাজকীয় ব্যাপার থাকে। দেশের সবচেয়ে ধনী পরিবারের পুত্রবধূ নীতা আম্বানি কোন ডিজাইন বা ব্র্যান্ডের পোশাক পরতে পছন্দ করেন জানেন? নীতা আম্বানির প্রিয় ডিজাইনার ফ্যাশন ইন্ডাস্ট্রির বিখ্যাত জুটি আনবু জানি এবং সন্দীপ খোসলা। এই জুটির সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের।

আরোও পড়ুন : পর্দার প্রেম গড়াল বাস্তবে? লাদাখে রণজয়ের বাহুলগ্না শ্যামৌপ্তি, উষ্ণ ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

তাঁদের ডিজাইন করা পোশাক যেকোনো পারিবারিক বিয়েতে পরে থাকেন আম্বানি পরিবারের মহিলারা। নীতা আম্বানিও আনবু জানি-সন্দীপ খোসলাকে তাঁর ট্রাডিশনাল পোশাক তৈরির ডিজাইনারের (Designer) তালিকার একেবারে আগেই রাখেন। শাড়ি হোক বা লেহেঙ্গা, আনবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকে বহুবার দেখা গিয়েছে নীতা আম্বানিকে।

আরোও পড়ুন : মন্ত্রীর বিরুদ্ধে ‘নালিশ’ করতেই তড়িঘড়ি গ্রেফতার! যুবককে মুক্তি দেওয়ার নির্দেশ জাস্টিস সিনহার

ফ্যাশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইনের ভক্ত নীতা আম্বানি (Nita Ambani)। এনএমএসিসি-র যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা আম্বানি পরিবারের কোনও বড় অনুষ্ঠানে নীতাকে মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে (Dress) দেখা যায়। কখনও কালো বেনারসি শাড়ি, কখনও বা ক্রিম রঙের সিল্ক শাড়িতে নীতার রাজকীয় স্টাইল দেখে মুগ্ধ সকলেই।

Nita

নীতা আম্বানির (Nitam Ambani) পছন্দের ফ্যাশন ডিজাইনারদের তালিকায় রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নামও। ইশা আম্বানির বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে সব্যসাচীর তৈরি শাড়ি এবং লেহেঙ্গা পড়েছিলেন তিনি। এর পাশাপাশি বিদেশি কোম্পানির পারফিউম (Perfume) থেকে ব্যাগ (Purse) খুবই পছন্দের নীতা আম্বানির কাছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর