বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করে থাকেন অনেকেই। যদিও, এখানে বিনিয়োগের বিষয়ে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিকভাবে সঠিক শেয়ারে (Share Market) বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আমরা যে কোম্পানিটির শেয়ারের প্রসঙ্গে আপনাদের জানাবো সেটি ভারতের সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) অন্তর্গত একটি কোম্পানি।
আরও একটি অবাক করার মতো বিষয় হল, ওই কোম্পানির শেয়ারের দাম ৫০ টাকারও কম। মূলত, আজ আমরা আপনাদের টেক্সটাইল সেক্টরের কোম্পানি অলোক ইন্ডাস্ট্রিজের বিষয়ে জানাবো। গত কয়েকদিন ধরে এই শেয়ারটি কিছুটা প্রভাবিত হলেও মাত্র ১ মাসের ব্যবধানে এই শেয়ারটি ১০.৭৪ শতাংশের ইতিবাচক রিটার্ন দিয়েছে। এদিকে, ১ বছরের মেয়াদে রিটার্ন এসেছে ৭০ শতাংশের।
এখন শেয়ারের দাম: বুধবার অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমেছে। এই শেয়ারটি ২৮.৫৪ টাকার স্তরে বন্ধ হয়েছে। ট্রেডিংয়ের সময়ে এই শেয়ারের দাম ২৯.১৯ টাকায় পৌঁছে যায়। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৩৯.২৪ টাকা। ২০২৪ সালের জানুয়ারিতে এই দাম ছিল। এদিকে, ২০২৩ সালের ৩১ জুলাই তারিখে শেয়ারের দাম ছিল ১৪.৫৬ টাকা। এটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর।
আরও পড়ুন: Bajaj করে দেখাল কামাল! ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম CNG বাইক, চমকে দেবে ফিচার্স
কোম্পানির ম্যানেজমেন্টে পরিবর্তন: সম্প্রতি টেক্সটাইল কোম্পানি অলোক ইন্ডাস্ট্রিজের নির্দেশকমন্ডলী ম্যানেজমেন্টে বড় ধরণের পরিবর্তন নিয়ে এসেছে। গত ১ জুলাই, ২০২৪ থেকে অনিল কুমার মুঙ্গদকে এই কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার এবং কি ম্যানেজারিয়াল পার্সোনেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। অনিল মুঙ্গদ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর ফাইন্যান্স সংক্রান্ত ৩০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অনিল ২০০২ সাল থেকে রিলায়েন্স গ্রুপের সাথে যুক্ত।
আরও পড়ুন: গলা ফাটানোর জন্য হয়ে যান তৈরি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, চলে এল বড় আপডেট
শেয়ারহোল্ডিং প্যাটার্ন: আমরা যদি আম্বানির অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ৭৫ শতাংশ শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে। কোম্পানিটির প্রোমোটার হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট ১,৯৮,৬৫,৩৩,৩৩৩ বা ৪০,০১ শতাংশ শেয়ার রয়েছে। এর পাশাপাশি রয়েছে জেএম ফিনান্সিয়াল অ্যাসেট রিস্ট্রাকশন। যার ১,৭৩,৭১,১১,৮৪৪ বা ৩৪.৯৯ শতাংশ শেয়ার রয়েছে। এই দু’টি সংস্থা জয়েন্ট ভেঞ্চরে অলোক ইন্ডাস্ট্রিজের মালিক।