কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ধেঁয়ে আসতে চলেছে বৃষ্টি, অবশেষে স্বস্তির শ্বাস ফেলবে রাজ্যবাসী

 

বাংলা হান্ট ডেস্ক :- চরম অস্বস্তিতে গরমের দাবদাহে ভোট কাটলেও,এবার রাজ্য আসতে চলেছে অবশেষে স্বস্তির নিঃশ্বাস। সকাল থেকেই তাই মেঘপূর্ণ আকাশ ই ছেয়ে রয়েছে গোটা রাজ্যে।

 

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য হল কোলকাতা ও এই তালিকা তে যুক্ত হয়েছে।

263d2 img 20190417 002624

শুধু আজকেই বলেই নয়, আবহাওয়ার পরিস্থিতি আগামী ২৪ ঘন্টাতেও একই থাকবে।

সম্পর্কিত খবর