বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall) চলছে জেলায় জেলায়। আজও সেই সিলসিলাই বজায় থাকবে। আপাতত রোজই মূলত মেঘলা থাকবে আকাশ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
হালকা থেকে মাঝারি বৃষ্টি এই সব জেলায়
গতকাল বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ একাধিক জেলায়। আজও এই সকল জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতে অধিকাংশ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে গুমোট ভাব রয়েছে জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা বিকানের থেকে পুরুলিয়া হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। অন্যদিকে, আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি আজও হবে না। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৯ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কবার্তা।
আরও পড়ুন: রথযাত্রায় ভাগ্য ঘুরবে এই ৪ রাশির! মিলবে স্বয়ং মহালক্ষ্মীর কৃপা, হবে টাকার বৃষ্টি
আগামীকালও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা।