Big Breaking মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন মমতা!

 

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যে তৃণমূলের আসন অনেকটাই কমে গিয়েছে এক ধাক্কায়। শক্তিশালী হয়ে উঠেছে গেরুয়া শিবির।

ফলাফলের পর আজ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে একটি পর্যালোচনা বৈঠক ডাকেন। ওই বৈঠকের পরই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, ‘আমি মুখ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়তে চেয়েছিলাম। কিন্তু দল মেনে নেয়নি। যেখানে হেরেছি সেখানে মানুষ হয়তো আমাকে পছন্দ করে না। তাই হেরেছি।

3073e screenshot 20190525 184723যারা টাকা নিয়ে আমাদের ভোট দেননি, তারাও হয়তো আমাকে পছন্দ করে না। কিন্তু এরা আমাকে একযোগে বারণ করল, তাই আমি একা হয়ে গিয়েছি।’ নিজের কথার মাধ্যমে এভাবেই দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর