স্কুলে ১টা ডিম বেশি চাওয়ায় শাস্তি স্বরুপ তাকে খাওয়ানো হলো ৫০টি ডিম, হাসপাতালে ভর্তি শিশু

 

বাংলা হান্ট ডেস্ক :-স্কুলের মিড ডে মিলে বছর ৭ এর অভিষেক এর দাবি ছিলো আরো ১টা ডিম বেশি খাওয়ার! অভিযোগ, মাত্র ১৫ মিনিটে শিশুটিকে কে খাওয়ানো হল ৫০টি ডিম, ফলস্বরূপ ঘটনার প্রায় ৫মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে।

 

জানা গিয়েছে, বারাসাতের মথুরাগঞ্জ নামে একটি প্রাথমিক সরকারি স্কুলে, গতকাল এই ঘটনাটি ঘটে। সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,গতকাল ওই স্কুলে মিড-ডে মিল চলাকালীন ক্লাস 4 এর ছাত্র অভিষেক হঠাৎই রান্নার দায়িত্বে থাকা শোভা দেবী নামে এক ভদ্রমহিলার কাছে আরো একটা ডিম বেশি চাইলে, তিনি রেগে গিয়ে তাকে ৫০টা ডিম খাওয়াতে থাকেন। অভিষেক আর খেতে না পারলে রীতিমত তার গলায় জল দিয়ে তাকে খাওয়ানো হয়। আর এর পরেই মাটিতে লুটিয়ে পড় সে।

39e4c eggs rice cooker

পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখন স্কুলের শিক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই অপরাধের নির্মম শাস্তি চেয়ে আবেদন জানিয়েছে অভিষেক এর মা-বাবা ।

সম্পর্কিত খবর