নুডলস ভেবে সাদা কৃমি খেয়ে ফেললো যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :- সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মালওয়েশিয়ার একটি রেস্টুরেন্টে। ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও সিং ওয়াহিং নামে বছর ২৫এর যুবক যথেষ্ট গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি।

 

জানা গিয়েছে, গতকাল বিকেল ৬টা নাগাদ সিং ওয়াহিং তার বান্ধবীর সাথে একটি পাঁচতারা হোটেলে ডিনারে যায়। সেখানে তারা একটি টেবিলে বসে খাওয়ার অর্ডার করে এবং ওখানকার সবথেকে ফেভারিট ডিশ মিক্সড মালওয়েশিয়ান নুডলস অর্ডার দেন যার স্পেশালিটি হল নুডলস এর উপর একটি ডিমের পোচ এবং নুডলস সেদ্ধ জলেই শাকসবজি মিশিয়ে দেওয়া হয়।

00dc4 img 20190525 212943

অর্ডার সার্ভ করার পরেই সিং ওয়াহিং প্রথমে কিছুই বুঝতে পারেন না। কথা বলতে বলতে খেতে থাকেন। হঠাৎই বুঝতে পারেন নুডলস নড়ছে এবং বুঝতে পারলেন সেগুলি নুডলস নয় সাদা কৃমি। সঙ্গে সঙ্গে তার নাক ও কান থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর