খাওয়ার ডেলিভারি দিতে এসে তরুণীর মাকে নিয়ে পালিয়ে গেলো যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :-ঘটনাটি শুনতে হাস্যকর লাগলেও এটিই সত্যি। বীরভূমের আমোদপুর এলাকার বাসিন্দা বছর ৩৬ এর স্বস্তিকা দেবী তার মেয়ে কে নিয়ে একা থাকেন প্রায় ১০ বছর ধরে। ১২বছর আগে মারা যান স্বস্তিকা দেবীর স্বামী।

 

জানা গিয়েছে, এদিন অর্থাৎ গতকাল হঠাৎই স্বস্তিকা দেবীর মেয়ে বায়না করে অনলাইন থেকে খাওয়ার অর্ডার দিয়ে খাবে বলে। প্রথমে স্বস্তিকা দেবী না বললেও পরে অবশ্য মেনে নেন। প্রসঙ্গত জোম্যাটো থেকে খাওয়ার অর্ডার করা হয়। সংবাদ সূত্রে জানা গিয়েছে, আধ ঘন্টা পর ডেলিভারি বয় খাওয়ার দিতে দরজা খোলেন স্বস্তিকা দেবী নিজেই এবং কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই তিনি তার মেয়েকে পাশে জেঠুর ঘর থেকে একটু ঘুরে আসতে বলে।

2cc2d img 20190525 220004

স্বস্তিকা দেবীর মেয়ে ঘুরে আসার পর দেখে বাড়িতে কেউ নেই এবং একটি চিঠি। যেখানে অনেকটা ঠিক এরম লেখা ছিল-” আমি চললাম মা, আমার ভালোবাসা আমি পেয়ে গেছি। তোর বাবা মরে যাওয়ার পর থেকে আজও অবধি তোকে অনেক বড় করে দিয়েছি। খাওয়ার টা খেয়ে নিস। জেঠুদের কাছেই থাকিস। ওরা তোকে খুব ভালোবাসে”।

সম্পর্কিত খবর