সস্যের বোতল থেকে বেরোলো রক্ত, না বুঝে রক্ত দিয়ে ভাত মেখে খেলো যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :- প্রসঙ্গত ঘটনার কেন্দ্রবিন্দু হল পশ্চিম মেদিনীপুর এলাকার গড়বেতা অঞ্চলে। বছর ২৩ এর সুমন কিশান, ম্যাগি ইত্যাদি দামি ব্র্যান্ড এর বদলে একটু কম দামের সস্যে করতে চেয়েছিল দিনযাপন যার ফলস্বরূপ রক্ত দিয়ে ভাত মেখে খেতে হলো তাকে।

 

জানা গিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ বাড়িতে একফোঁটাও সস না থাকায় সস কিনতে বেড়োয় সুমন এবং কাছের একটি মুদি দোকান থেকে একটি লোকাল সস্যের বোতল কিনে বাড়ি যায় সে। সুমনের খুব প্রিয় খাদ্য ছিল গরম ভাত, ভাজা পাপর আর তার সাথে সস। ঠিক এই কারণেই সস কিনতে বেড়োনো। কিন্ত ফল যে এরম হবে তা হয়তো সে ভাবতেও পারেনি।

6dd55 img 20190525 223201

বাড়ি এসে মা কে গরম ভাত দিয়ে সস দিতে বললে তার মা তাই করে। খেতে বসে সস দিয়ে ভাত মেখে যখন সে মুখে তোলে ঠিক তখনই বুঝতে পারে এ সস নয়, রক্ত।

লোকাল পুলিশ থানায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সে এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত খবর