বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ব্যস্ত রয়েছেন তাঁর পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) বিবাহের অনুষ্ঠানে। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং মহাসমারোহে হওয়া তারকাখচিত ওই বিবাহের অনুষ্ঠানের প্রসঙ্গ বারংবার উঠে আসছে খবরের শিরোনামে। যদিও, ঠিক এই আবহেই একটি ধাক্কারও সম্মুখীন হতে হচ্ছে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)।
মহাসঙ্কটের সম্মুখীন মুকেশ আম্বানি (Mukesh Ambani):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি Reliance Jio থেকে শুরু করে Airtel এবং Vodafone-Idea-র মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বৃদ্ধি করেছে। এমতাবস্থায়, Reliance Jio এবং Airtel-এর ক্ষেত্রে ওই বর্ধিত দাম লাগু হয়েছে গত ৩ জুলাই থেকে। এদিকে, Vodafone-Idea গত ৪ জুলাই থেকে এই দাম বাড়িয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের ক্ষেত্রেই ডেটা প্যাকগুলির জন্য দামে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
যার ফলে স্বাভাবিকভাবেই প্রভাবিত হচ্ছেন সাধারণ গ্রাহকেরা। পাশাপাশি, রিচার্জ প্ল্যান কিনতে গিয়ে টান পড়ছে তাঁদের পকেটেও। এমনকি, সামগ্রিকভাবে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ “বয়কট Jio” হ্যাশট্যাগও সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মোট ১১৯ কোটি মোবাইল গ্রাহকদের মধ্যে ১০০ কোটির কাছাকাছি গ্রাহক Reliance Jio, Airtel এবং Vodafone-Idea-র মতো টেলিকম সংস্থাগুলির পরিষেবা গ্রহণ করেন।
আরও পড়ুন: বিশ্বে এই প্রথম! অত্যধিক কাজের চাপে দিশেহারা হয়ে আত্মহত্যা রোবটের
শুধুমাত্র Reliance Jio এবং Airtel-এরই ৮৭ কোটি গ্রাহক রয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার মতে, এই দাম বৃদ্ধির ফলে টেলিকম সংস্থাগুলির বার্ষিক ৩৪,০০০ কোটি টাকা আয় হবে। এদিকে, অনলাইন মাধ্যমে হওয়া প্রতিবাদে ক্রমশ উঠছে “Port to BSNL” স্লোগান। সেখানে অধিকাংশজনই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ তাঁদের পরিষেবা স্থানান্তরের বিষয়ে সমর্থন জানাচ্ছেন।
আরও পড়ুন: সবই প্রভুর লীলা! কিভাবে শুরু হয়েছিল জগন্নাথদেবের রথযাত্রা? অবাক করবে এই ইতিহাস
পাশাপাশি অনেকেই দাবি করছেন, বড় বড় টেলিকম সংস্থাগুলির হঠাৎ করেই এইভাবে দাম বৃদ্ধির ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন গ্রাহকেরা। যার মাধ্যমে টেলিকম সংস্থাগুলি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক। শুধু তাই নয়, সমালোচনাকারীদের মধ্যে অনেকেই মুকেশ আম্বানির পুত্রের বিবাহের জন্য করা বিপুল অর্থব্যয়ের পরিপ্রেক্ষিতে এটা মনে করছেন যে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির মাধ্যমেই বিবাহের খরচের দাম তুলে নিচ্ছেন আম্বানি।