হঠাৎই টুইট করলেন পরিচালক রাজ চক্রবর্তী মিমিকে উদ্দেশ্য করে

 

বাংলা হান্ট ডেস্ক :- ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে একটি পোস্ট। পোস্টটি ছিল টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর বিধায়ক তথা অভিনেত্রী মিমির উদ্দেশ্যেই।

 

পোস্ট টিতে দেখা যাচ্ছে, পরিচালক রাজ চক্রবর্তী হঠাৎই টুইট করেন – ”তোকে বড্ড মিস করছি ফিরে আয় আমার কাছে”। তিনি সরাসরি কারুর নাম বা কাউকে উদ্দেশ্য করে কিছু না বললেও সবাই সেটি বুঝতে পারেন। তবে আসল ঘটনাটি এর পরেই ঘটে।

181e0 img 20190525 wa0056

 

হঠাৎই মিমি চক্রবর্তী তাঁর পোস্টের পাল্টা উত্তরে লেখেন-”ঠুকরাকে মেরা প্যয়ার, মেরে ইনতেকাম দেখে গা”।

সম্পর্কিত খবর