নিজস্বসংবাদদাতা,পূর্ব বর্ধমান,২৬ মে: সপ্তদশ লোকসভা নির্বাচনে গোটা দেশে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। পশ্চিমবঙ্গে ১৮ টি আসনে জয়ী ভারতীয় জনতা পার্টি।বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বি জেপি প্রার্থী পরাজিত হয়।কিন্তু কাটোয়া বিধানসভায় লিড পায় ভারতীয় জনতা পার্টি।কাটোয়া বিধানসভায় বি জে পি ভোট পায়৮৯,১৭৫। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভোট পায় ৮৭,৩১৬। বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস কাটোয়া বিধানসভা ১,৮৫৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস থেকে। কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতেও এগিয়ে ভারতীয় জনতা পার্টি।
সেই উপলক্ষে রবিবার সকাল ৯ টা থেকে কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী,ঘোড়ানাশ ও আমডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ সহ একাধিক নেতা ও কর্মী ও সমর্থক।গত শনিবারও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাটোয়া শহরে বিজয় মিছিল। কাটোয়া ঘোষেস্বর মন্দিরের সামনে থেকে বিজয় মিছিল শুরু হয়ে গোটা কাটোয়া শহর পরিক্রমা করে, মিছিলটি শেষ হয় কাটোয়া ঘোষেস্বর মন্দিরের সামনে। মিছিলের মধ্যেই কাটোয়া শহরবাসীকে মিষ্টি বিতরণ করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ছিলেন বর্ধমান পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, জেনারেল সেক্রেটারি অনিল দত্ত, বিশ্বজিৎ পদ্দার, সম্পাদক রানাপ্রতাপ গোস্বামী সহ প্রমুখ। বিজয় মিছিলে পা মেলায় অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক’রা।
লোকসভায় হার,তবুও বিজয় উৎসব কাটোয়ার মুস্থূলী,ঘোড়ানাশ ও আমডাঙ্গা গ্রামে বি জে পির
