বাংলা হান্ট ডেস্ক: এবার বৃষ্টির (Rainfall) খেলা শুরু হবে দক্ষিণবঙ্গে? এখনও পর্যন্ত ভারী বৃষ্টি সেভাবে হয়নি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। এবার কি ফুল ফর্মে ফিরছে বর্ষা? আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে কয়েকটি জেলায় বৃষ্টিপাত কমবে। ফের বুধবার অতি বৃষ্টির সম্ভাবনা বাড়বে একাধিক জেলায়।
আজ ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)?
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Whether Office) পূর্বাবাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই।
আজ থেকে আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মহিলাদের নিয়ে বড় ভাবনা কেন্দ্রের! ‘এই’ ক্ষেত্রে মিলতে পারে বিপুল ছাড়, ইঙ্গিত অর্থমন্ত্রীর
আজ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমোট গরম থাকবে শহরে। তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায়।
গতকাল সামান্য বৃষ্টি কমলেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই তিন জেলায়। অতিভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে সপ্তাহভর।