সংখ্যালঘু ২৩ টি এলাকায় এগিয়ে বিজেপি

বাংলা হান্ট ডেস্ক: এবারের লোকসভা ভোটে রাজ্যের বহু জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, রাজ্যের ১৯জন মন্ত্রীসহ ৮৮ জন তৃণমূল বিধায়ক তাদের বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছেন।গতবার বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮৫ টি আসন পেয়েছিল। এবারের ভোটে সেইসব এলাকায় এগিয়ে রয়েছে শাসক দল।
e0c27 img 20190523 wa0080
বিশ্লেষণ করে দেখা যাচ্ছে,সংখ্যালঘু এলাকায় ভালো ফল করেছে বিজেপি। গতবার বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু এলাকায় মাত্র একটি আসন পেয়েছিল বিজেপি। এবারে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় ২৩ টি কেন্দ্রে বিজেপি প্রথম স্থানে রয়েছে।

নির্বাচন বিশ্লেষকদের মতে,রাজ্যের ১২৫ টি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মানুষের সংখ্যা তুলনায় বেশি সেসব এলাকাতে বিজেপি প্রভাব বিস্তার করতে শুরু করেছে।

সম্পর্কিত খবর