বাংলা হান্ট ডেস্ক: সারা বছর বিশেষ করে বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই পোকামাকড়ের উৎপাত একটু বেশিই থাকে। কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে এমনও একটি পোকা রয়েছে যা সবাই যেচে নিজের বাড়ি রাখতে চান। এমনকি তার জন্য মোটা টাকা খরচ করতে কেউ দুবার ভাবেন না। বহু-মূল্যবান এই পোকাটির নাম স্ট্যাগ বিটল (Stag Beetle)। যা বিশ্বের সবচেয়ে দামি (Expencive Insect) পোকা বলেও পরিচিত।
জানলে অবাক হবেন বিশ্ব বিখ্যাত এই পোকার দাম নাকি ৭৫ লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হল কেন এই পোকার এত দাম? আর কেনই বা মানুষ এত দাম দিয়ে এই পোকা কিনে আনেন বাড়িতে? আসলে এই পোকার মধ্যে বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যা এটিকে বিশ্বের অন্যতম দামি পোকা করে তুলেছে। এই স্ট্যাগ বিটেলের (Stag Beetle) বিশেষত্বগুলির মধ্যে অন্যতম হল এটি খুবই বিরল এবং এটি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
অনেকেই আবার এই পোকাকে সৌভাগ্য ফেরানোর চাবিকাঠি বলেও মনে করেন। অনেকে বিশ্বাস করেন বাড়িতে এই হরিণ পোকা থাকলে যে কেউ রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। তাই অনেকেই এই পোকাটিকে যে কোন মূল্যের বিনিময়ে কিনতে চান। এই পোকা সম্পর্কিত একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে যে এই পোকাগুলি বন বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ স্যাপ্রোক্সিলিক গ্রুপের প্রতিনিধি।
আরও পড়ুন: ১০ টি জুতো নিয়ে ব্যবসা শুরু করে আজ লাখপতি এই যুবক! খুব তাড়াতাড়ি হবে বিদেশে সাপ্লাই
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, স্ট্যাগ বিটলসের (Stag Beetle) ওজন ২-৬গ্রাম এবং আর তাদের গড় আয়ু ৩-৭ বছর। জানা গিয়েছে, একটি পুরুষ স্ট্যাগ বিটল প্রায় ৩৫-৭৫ মিমি লম্বা হয় আর স্ত্রী স্ট্যাগ বিটল প্রায় ৩০-৫০ মিমি লম্বা হয়। এই পোকা গুলি তারা তাদের বর্ধিত চোয়াল এবং পুরুষ পলিমারফিজমের জন্য বিশেষভাবে পরিচিত।
স্টেগ বিটল কোথায় পাওয়া যায়?
স্ট্যাগ বিটল উষ্ণ, গ্রীষ্মমন্ডলীয় পরিবেশে বেড়ে ওঠে এবং ঠান্ডা তাপমাত্রার প্রতি সংবেদনশীল। এরা মূলত বনভূমিতে বাস করে। মূলত যে সমস্ত জায়গায় শুকনো কাঠ প্রচুর থাকে সেখানেই এরা ভালোভাবে বিচরণ করে। স্ট্যাগ বিটল একচেটিয়াভাবে মৃত কাঠ খায়। তাই এই হরিন পোকা জীবিত গাছ বা গুল্মগুলির কোনো ক্ষতি করে না উল্টে এগুলি গাছের স্বাস্থ্য ভাল করে তোলে।