Fixed Deposit-এ কোথায় মিলবে বেশি লাভ? SBI নাকি Post Office, জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকেরই উচিত ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। অর্থ সঞ্চয়ের মাধ্যম হিসেবে বিভিন্ন মানুষের পছন্দ ভিন্ন। তবে অধিকাংশ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের অর্থ সঞ্চয়ের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) অর্থ সঞ্চয় করলে একদিকে যেমন সেটি নিরাপদ, অন্যদিকে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। পোস্ট অফিস ও ব্যাংক, এই দুই জায়গাতেই ফিক্সড ডিপোজিট স্কিম উপলব্ধ।

SBI নাকি পোস্ট অফিস, লাভদায়ক কোনটি ?

তবে আপনি যদি দীর্ঘ মেয়াদী অর্থাৎ পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করতে চান তাহলে কোথায় বিনিয়োগ করা লাভদায়ক হবে? এই বিষয়ে আজ আলোচনা করব। প্রথমে আসা যাক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে। পোস্ট অফিসের বিভিন্ন স্মল সেভিং স্কিমগুলিতে কেন্দ্রীয় সরকার এই মাসে সুদ ঘোষণা করেছে। আপাতত আগামী তিন মাস এই সুদের হার অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।

আরোও পড়ুন : ১০ টি জুতো নিয়ে ব্যবসা শুরু করে আজ লাখপতি এই যুবক! খুব তাড়াতাড়ি হবে বিদেশে সাপ্লাই

পোস্ট অফিসে যদি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে অর্থ বিনিয়োগ করা যায় তাহলে মিলবে বার্ষিক 7.5% হারে সুদ। অন্যদিকে, সমস্ত ব্যাংকই ফিক্সড ডিপোজিট স্কিম অফার করে গ্রাহকদের। বিভিন্ন ব্যাংকের সুদের হার বিভিন্ন রকম হয়ে থাকে। দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে 6.75% সুদ।

আরোও পড়ুন : বৃষ্টির দিনে মনের আনন্দে চালিয়ে রাখছেন AC? হয়ে যান সতর্ক, নাহলেই পড়বেন চরম দুর্ভোগে

এবার একটি ছোট্ট উদাহরণ দেখে নেওয়া যাক। যদি আপনি পাঁচ বছরের জন্য দু লক্ষ টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) লগ্নি করেন তাহলে আপনি সুদ বাবদ পেয়ে যাবেন 79,500 টাকা। পাঁচ বছর পর এই ফিক্সড ডিপোজিটের মোট ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে  2 লাখ 79 হাজার টাকা। প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন 7.25% হারে সুদ। সেক্ষেত্রে সুদ বাবদ মোট মিলবে 86 হাজার 452 টাকা। 

fixed deposit money

যদি পাঁচ বছরের জন্য দু লক্ষ টাকা পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ করেন তাহলে সুদ বাবদ মিলবে 89,900 টাকা। মোট ম্যাচুয়িরিটি ভ্যালু দাঁড়াবে 2 লাখ 89 হাজার 990 টাকা। তবে বিনিয়োগ করার আগে অন্যান্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে ইন্টারনেটে চেক করে নিতে পারেন। সর্বদা আপনার সুবিধামতো ও ভরসাযোগ্য স্থানে বিনিয়োগ করবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর