দুই পাড়ার সংঘর্ষে বোমাবাজী আহত ৩ পুলিশ কর্মী

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম :গতকাল রাত্রে থেকে এক বাচ্চাকে মারধরকে কেন্দ্র করে ,বীরভূমের মাড়গ্রামে দর্জি পাড়া এবং রাজ পাড়ার মধ্যে মধ্যে বচসা বাঁধে, রাত্রে বোমাবাজী করে দুই পক্ষ।

এদিন সকালেও মাড়গ্রাম বাজারে ফের বোমাবাজী শুরু হয়। মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ করে দুই পাড়ার লোকেরা ইট ছোঁড়ে। ইট বৃষ্টির ফলে তিন পুলিশ কর্মী আহত হন।

dce8e img 20190527 wa0003

আহত পুলিশ কর্মীদেরকে হাসপাতাল এ আনে স্থানীয় কয়েকজন যুবক। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাধারণ মানুষের একটাই প্রশ্ন উঠছে, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদন্ধ, না অন্য কিছু?

সম্পর্কিত খবর