বাংলা হান্ট ডেস্ক: প্রতিবছর রথযাত্রার (Ratha Yatra) সময়ে প্রত্যেকের চোখ থাকে পুরীর (Puri) দিকে। শুধু তাই নয়, জগন্নাথদেবের রথযাত্রাকে প্রত্যক্ষ করতে সেখানে উপস্থিত হন বিপুল মানুষ। যদিও, এবারের রথযাত্রায় একাধিক দুর্ঘটনার কারণে বারংবার পুরী উঠে আসছে খবরের শিরোনামে।
পুরীতে (Puri) ঘটে গিয়েছে বিপত্তি:
এমনিতেই চলতি বছরে পুরীতে (Puri) রথযাত্রার মিছিলে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক পুণ্যার্থীর। শুধু তাই নয়, আহতও হয়েছেন একাধিক। তবে, সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটে গেল বড় বিপদ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে গিয়ে ঘটে গিয়েছে বিপত্তি।
জানা গিয়েছে, গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময়ে আচমকাই বলরামের মূর্তি পড়ে যায়। শুধু তাই নয়, ওই মূর্তি পড়ে যেতে আহত হয়েছেন পাঁচ জন সেবায়েত। তাঁদের পুরীর (Puri) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন: কেন্দ্রের বিরাট চাল! প্রতি মাসে মিলবে ১০,০০০ টাকা, মালামাল হবে দেশের জনগণ
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৫৩ বছর পরে এবার টানা ২ দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। যেটি প্রত্যক্ষ করতে পুরীতে ভিড় জমিয়েছেন বিপুল মানুষ। তবে, এবারের রথযাত্রার প্রথম থেকেই বিভিন্ন দুর্ঘটনার খবর সামনে আসায় আতঙ্কিত হয়েছেন ভক্তমহল।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য এবার “বড় দাবি” করে বসলেন গম্ভীর! কি করবে BCCI? শুরু হল জল্পনা
শুধু তাই নয়, রথযাত্রার দিন পদপিষ্ট হয়ে যে ব্যক্তি প্রাণ হারিয়েছেন তিনি বলরামের রথটি টানছিলেন। এদিকে, ঘটনাচক্রে গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামাতে গিয়ে পড়ে গিয়েছে সেই বলরামের মূর্তিই। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টিকে দৈবিক রূপেই কল্পনা করছেন অনেকে।