লিখতে লিখতে হাতে কড়া, দা দিয়ে হাতের কড়া কাটতে গিয়ে আঙুল খোয়াল ফেলল যুবক

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি গতকাল পলতা বাসী বিজন কে ঘিরেই। বছর ৩৬ এর বিজন বেশিদূর পড়াশোনা না করলেও হিসেব করে মোটামুটি খাতাপত্র লিখতে জানে। আর তার জন্যই একটি মুদি দোকানে কাজ পায় সে।

 

সংবা সূত্রে পাওয়া খবর অনুযায়ী,বিজন ক্রমাগত দোকানের খাতা লিখতে থাকায় ডান হাতের মধ্যমার উপর কড়া পড়ে যায়। তাই গতকাল ছুটির দিন থাকায় সেটি নিয়ে সে ভাবতে বসে। অনেক জায়গায় বিজন কথা বলে বুঝতে পারে হাতের ওই কড়া অপারেশন করলে অনেকটাই খরচা তার হয়ে যেতে পারে। তাই সবকিছু ভেবে সে ঠিক করে, দা দিয়েই হাতের কড়া ছেঁটে ফেলবে সে।

 

ফলস্বরূপ একটি দা নিয়ে আঙুলের কড়া ফেলতে গেলে হঠাৎই আঙুল কেটে রক্তারক্তি কান্ড ঘটে সেখানে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

সম্পর্কিত খবর