কালনায় ইলেকট্রিক শর্ট খেয়ে মৃত্যু এক যুবকের

 

নিজস্বসংবাদদাতা,পূর্ব বর্ধমান,২৭ মেঃ

সোমবার সকালে ইলেকট্রিক শর্ট খেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের l যুবকের নাম পার্থ সর্দার (২৮ )। বাড়ি পূর্ব বর্ধমানেন কালনা থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে l পুলিশ সূত্রে জানা যায় যে, পার্থ সর্দার পেশায় ট্রাক্টর ড্রাইভার।

 

সোমবার সকালে ট্রাক্টর নিয়ে পাতিলপাড়া মসজিদের কাছে মাটি ফেলতে যায় , ঠিক সেই সময় ট্রাক্টরের ডালা ওপর দিকে তুল্লে সেই ডালা ইলেক্ট্রিসিটি তারে ঠেকে যায় l এবং সে ছিটকে মাটিতে পরে যায় l

7011c img 20190527 175251 1

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে l সোমবার কালনা মহকুমা হাসপাতালে তার ময়না তদন্ত হয় lএই খবরের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর