বাংলা হান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। দীর্ঘদিনের অভিনয় জীবনে ধারাবাহিকভাবে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একটা সময় নব্বইয়ের দশকের বাচ্চারা বিপ্লব চ্যাটার্জির (Biplab Chatterjee) নাম শুনলেই ভয়ে কান্না থামিয়ে দিত। পর্দার এই ‘বদমাশ’ লোকটা ছাড়া একেবারে অসম্পূর্ণ ছিল যে কোন বাংলা সিনেমা। কিন্তু আজ এই মানুষটার হাতেই নেই কোন কাজ।
বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) বাংলা সিনেমায় কবে ফিরবেন?
তাই অভিমান স্পষ্ট এই বর্ষিয়ান অভিনেতার গলায়। ইন্ডাস্ট্রি মনে করে তিনি নাকি অভিনয় পারেন না। তাই এখন আর কাজ নেই তাঁর হাতে। এখন বাংলা সিনেমাতেও আর দেখা যায় না বিপ্লব চট্টোপাধ্যায়কে। বড় পর্দায় এই অভিনেতার শেষ কাজ পাভেল পরিচালিত ‘অসুর’। প্রসঙ্গত কিছুদিন আগেই গিয়েছে অভিনেতার জন্মদিন।
৭৭ বছর পার করে আনন্দবাজার অনলাইনে আবারো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বেশ খানিক আক্ষেপের সুরেই এদিন অভিনেতা বললেন, ‘আপনি, আমি বা দর্শক বলার কে? ইন্ডাস্ট্রির সকলে যখন বলে দিয়েছেন আমি অভিনয় পারি না, তখন পারি না! এর বাইরে কোনও কথা নেই।’
আরও পড়ুন:গোটা বলিউড থাকলেও পাত্তা নেই বিরাট-অনুষ্কার! সব ছেড়ে লন্ডনে কি করছেন তাঁরা?
জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইন্ডাস্ট্রি থেকে ফোন এসেছিল অনেক। কিন্তু কাজের জন্য ফোন আসেনি একটাও। এপ্রসঙ্গে একেবারে চাঁচাছোলা ভঙ্গিতে অভিনেতা জানান, ‘কাজের কোনও ফোন আসেনি।”একটু থেমে বললেন, “কেনই বা আসবে? গোটা ইন্ডাস্ট্রি জানে আমি আর অভিনয় করতে পারি না। যে অভিনয় করতে পারে না তাকে কেউ ডাকে?’
এরপর এদিন অভিনেতার কাছে জানতে চাওয়া হয় তিনি ওটিটি প্লাটফর্মে কাজ করতে আগ্রহী কিনা? এপ্রসঙ্গে অভিনেতার স্পষ্ট জবাব, ‘আমার কাছে সব মাধ্যমের সমান গুরুত্ব রয়েছে। কারণ, প্রত্যেক মাধ্যমেই অভিনয় করতে হয়।’ আগের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করবেন কিনা জানতে চাওয়া হলে জবাবে অভিনেতা বলেছেন তিনি নাকি আর খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন না। তবে ‘প্রহার’ সিনেমায় নানা পটেকর যে চরিত্রে অভিনয় করেছিলেন তেমন কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছে রয়েছে তাঁর।