বাংলাহান্ট ডেস্ক: সবজি বাজারে গিয়ে সবজি কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার। বেগুন, ঢেঁড়স, উচ্ছে থেকে শুরু করে আলু, যেকোনো সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া। এই মুহূর্তে মাছের দিকেই ঝুঁকেছে আপামর বাঙালি। এছাড়া ডিম তো আছেই। মাছের মধ্যে তেলাপিয়ার দাম বেশ কিছুটা কম, অন্তত অন্যান্য মাছের তুলনায়।
তেলাপিয়া মাছ নিয়ে মমতার (Mamata Banerjee) মত
কিন্তু তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয়? অন্তত তেমনটাই জানেন অনেকে। সত্যিই কি তাই? কি বলছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)? এদিন নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তেলাপিয়া মাছের (Tilapia Fish) প্রসঙ্গ টেনে আনেন তিনি।
আরোও পড়ুন : সৌরভের বাড়ির সামনে ঘুরঘুর! ধরা পড়তেই বেরিয়ে এল আসল সত্যি, পুলিশেরও চোখ উঠল কপালে
বৈঠকে উপস্থিত সরকারি আধিকারিকদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, তেলাপিয়া মাছ খেলে সত্যিই ক্যান্সার হয় কিনা। সেই সময় আধিকারিকরা নিজেদের মধ্যে ওই বিষয় নিয়ে আলোচনা করে জানান, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য প্রমান নেই। এই শুনে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরোও পড়ুন : এবার মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! শুধু ইন্টারভিউ দিয়েই হবে বাজিমাত, আবেদন করুন
সরকারি আর্থিক আধিকারিকদের কথা শোনার পর মুখ্যমন্ত্রী বলেন “কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয়? আমিও তো এতদিন তাই জানতাম!” জনগণকে নির্ভয় দিয়ে তিনি আরো বলেন,”নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যান্সার হয় না।”প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান,”তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি?”
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, রাজ্যের ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে যেনো তেলাপিয়া মাছ ছাড়া হয়। হায়দ্রাবাদ (Hyderabad) থেকে মাছ না এনে এই রাজ্যেই কীভাবে মাছ উৎপাদন করা যায়, সেদিকেই জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।