BIG BREAKING NEWS আগামীকাল বিজেপিতে যোগদান করতে চলেছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়!

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভার আগে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও তখন শুভ্রাংশু নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেছিলেন। কিন্তু লোকসভার পরেই বদলে যায় চিত্রটা।

বেশ কিছুদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশু রায় নিজের বাবা অর্থাৎ মুকুল রায়ের ভূয়শী প্রশংসা করেন বলেন, মুকুল রায় যেভাবে রাজ্যে বিজেপি কে টেনে নিয়ে যাচ্ছেন তাতে তৃণমূলের ওপর বড় আঘাত আসতে পারে।

আজ দিল্লিতে বৈঠক করে মুকুল -শুভ্রাংশু। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল তিনটে পৌরসভার প্রতিনিধিদের নিয়ে বিজেপিতে যোগদান করতে চলেছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়।

X