বাংলা হান্ট ডেস্ক: কলকাতা মেট্রো (Kolkata Metro) মানেই কলকাতা বাসীর কাছে লাইফ লাইন বলে পরিচিত। প্রতিনিয়ত এই মেট্রোরেল পরিষেবা কে উন্নত করে তোলার জন্য নিত্যনতুন পরিষেবা আনছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। কথা ছিল ২০২৪ সালের অক্টোবরের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে শুরু হবে মেট্রো পরিষেবা। কিন্তু পরে কাজের গতি দেখে মনে করা হয় কাজ শেষ হতে গড়াবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত।
কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের সম্পূর্ণ পরিষেবা নিয়ে বড় আপডেট
তার আগে এই পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে মেট্রোরেল সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ১৬.৬ কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা চালু করবে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে আপাতত মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশ এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৯.৪ কিমি অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু রয়েছে।
এখনও পর্যন্ত শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যেও ২.৪ কিমি অংশের মেট্রো পরিষেবা চালু করা হয়নি। বউবাজারের বিপর্যয়ের কারণেই আপাতত থমকে রয়েছে সেই কাজ। তবে সূত্রের খবর খুব তাড়াতাড়ি শেষ হবে এই মেট্রোরেল প্রকল্পের কাজ। তবে কাজের গতি দেখে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের অংশে বাণিজ্যিকভাবে চালু করা হবে মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে অসুস্থ বোধ করলেই তৎক্ষণাৎ মিলবে ওষুধ! TTE দেবেন পরিষেবা, বড় পদক্ষেপ রেলের
আর এই অংশ জুড়ে গেলেই ইস্ট ওয়েস্ট মেট্রো করে হাওড়ার ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে। এই বিষয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএ) এক আধিকারিক জানিয়েছেন অক্টোবরে যাতে কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শনে আসে সেই চেষ্টা করা হচ্ছে।
আর ডিসেম্বর মাসেও এই পরিষেবা চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। আগামী দিনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যাতায়াতের অনেক সময় বাঁচবে নিত্যযাত্রীদের।